হাকিমপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ১৪শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত মানের বিনামুল্যে রবি শস্য সরিষা ও পিঁয়াজের বীজ ও সার বিতরন করেন।।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,মাহবুব হোসেন মেজর,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
২০২৫–২৬ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, সূর্যমুখী (হাইব্রিড) ও শীতকালীন পেঁয়াজের আবাদ বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।
আজ সোমবার (১০ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম, বিশেষ অতিথী হিসেবে উপস্হিত ছিলেন, হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শফিকুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাহুর রহমান, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম,হাকিমপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মাহবুব হোসেন মেজর, মাছরাঙ্গা টিভি হিলি প্রতিনিধি মোঃ হালিম আল-রাজি, মুভি বাংলা টিভির হিলি প্রতিনিধি মোঃ মোয়াজ্জেম হোসেন, রাইজিং বিডির দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ মোসলেম উদ্দিন সহ অনেকেই উপম্হিত ছিলেন।
হাকিমপুর কৃষি দপ্তর সুত্রে জানা গেছে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধি ও চাষাবাদের খরচ কমাতে সরকারিভাবে সরিষার জন্য প্রতি কৃষককে ১০ কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপি সার, ও ১ কেজি করে উন্নত জাতের সরিষা বীজ দেওয়া হয়েছে। এ সুবিধায় উন্নত জাতের সরিষা বীজ পেয়েছেন মোট ১৪শ জন কৃষক।
শীতকালীন পেঁয়াজ উৎপাদন উৎসাহে ১০ জন কৃষককে পেঁয়াজ বীজ এবং সূর্যমুখী (হাইব্রিড) আবাদ সম্প্রসারণে আরও ২০ জন কৃষককে বীজ দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম বলেন, প্রণোদনার এই সহায়তা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রবি মৌসুমে উৎপাদন বাড়াতে, চাষের ব্যয় কমাতে এবং স্থানীয়ভাবে তেলবীজ ও পেঁয়াজের ঘাটতি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশংকা করেন।