জেলা প্রশাসকের উৎসাহ ও পাশে থাকায় নারায়ণগঞ্জ ০৯ টি স্বর্ণ ও ০৪ টি রুপা পদক অর্জন
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট নিজস্ব প্রতিনিধি:-
১১ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত "জাতীয় কম্বাট জুজুৎসু প্রতিযোগিতা ২০২৫" এ সফলতার সাথে ০৯ টি স্বর্ণ পদক ও ০৪ টি রুপা পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গোরব অর্জন করেছে। এই জাতীয় অর্জন নারায়ণগঞ্জ জেলার অনেক বড় একটি অর্জন।
সকল খেলোয়ারদের অক্লান্ত পরিশ্রম, পারিবারিক সহযোগিতা ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর উৎসাহ প্রদান ও সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা থেকে এবার ২৮ জনের একটি টিম এই জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উল্লেখ্য, যখন দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে জর্জরিত বাংলাদেশ সেলফ ডিফেন্স অ্যান্ড স্পোর্টস কারাতে একাডেমির ক্ষুদে কারাতেদের অংশগ্রহণ প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল তখন গত ০৯ অক্টোবর তারিখে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আর্থিক অনুদান প্রদান করে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেন।
জেলা প্রশাসক খেলোয়াড়, কোচ ও অভিভাবকবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, নি:সন্দেহে এই অর্জন আমাদের নারায়ণগঞ্জের জন্য একটি বড় প্রাপ্তি। আমাদের এ চর্চাটি ধরে রাখতে হবে। যেকোন বড় সাফল্যের ও মহৎ অর্জনের পিছনে অনেক চেষ্টা ও পরিশ্রম প্রয়োজন। তাই তিনি সকলকে এই প্রচেষ্টা অব্যাহত রেখে কঠোর পরিশ্রমের মাধ্যমে নারায়ণগঞ্জের এই গৌরবোজ্জ্বল ইতিহাস সমুন্নত রাখার আহবান জানান।