জেলা প্রশাসনের গ্রীন এন্ড ক্লিন কর্মসূচিতে রেডক্রিসেন্ট সোসাইটির একাত্নতা পাখির প্রতি মমত্ববোদ্ধে জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ - এর জাম গাছ রোপণ
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট নিজস্ব প্রতিনিধি:-
আজ ২০ জুলাই, ২০২৫ তারিখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাভূক্ত লেকপার্ক (স্থানীয় নাম ডিএনডি খাল) ওয়াকওয়েতে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ গৃহীত গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নারায়ণগঞ্জ ইউনিটের উদ্যোগে উক্ত খাল সংলগ্ন চার কিলোমিটার এলাকায় বৃক্ষ রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব জাহিদুল ইসলাম মিঞা। মানুষের পাশাপাশি সৃষ্টিজগতের অন্যতম বাসিন্দা পাখিদের বিশ্রাম ও খাবার সংস্থানের বিষয় বিবেচনায় তিনি একটি জামগাছ রোপণের মাধ্যমে অংশগ্রহনকারী স্বেচ্ছাসেবীদের উৎসাহ প্রদান করেন।
রেডক্রিসেন্ট সোসাইটির সেচ্ছাসেবীবৃন্দের আয়োজিত অনাড়ম্বর প্রতিকী উদ্বোধনী অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে মান্যবর জেলা প্রশাসক মহোদয় গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় সমগ্র নারায়ণগঞ্জ জেলাকে সবুজে ঢেকে দেবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বাস্তুসংস্থানসহ পর্যটন বিষয় মাথায় রেখে পরিকল্পিতভাবে এ এলাকায় নিম, কৃষ্ণচূড়া, কদম, জাম লাগানোর ফলে ভবিষ্যতে এ এলাকায় একটি মনোরম ও স্বাস্থ্যকর পরিবেশে এলাকাবাসী ও পার্কে ভ্রমণকারী সময় কাটাতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা বসবাসযোগ্য হওয়া পর্যন্ত এই সবুজায়নের এ কার্যক্রম চালু থাকবে বলে তিনি জানান। ইতোপূর্বে গত ১০ জুলাই ২০২৫ তারিখে গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় এক লক্ষতম গাছ রোপণের মাইল ফলক অর্জনে সকলের অংশগ্রহণের জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপিন করেন এবং চলমান এ কর্মসূচীতে আরও ৮০০ গাছ রোপণের উদ্যাগ গ্রহণ করায় রেডক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিট ও বর্ণিত প্রতিষ্ঠানের ক্লাইমেট চেঞ্জ এডাপটাটেশন প্রজেক্ট সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), ক্লাইমেট চেঞ্জ এডাপটাটেশন প্রজেক্টের ম্যানেজার, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির দায়িত্বপ্রাপ্ত ফোকাল পারসন ও নারায়ণগঞ্জ ইউনিটের স্বেচ্ছাসেবীবৃন্দ।