দিনাজপুরের দুদকের গণশুনানিতে দিনাজপুর জেলা পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশংসিত ভূমিকায় রয়েছেন।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,মোঃ মাহবুব হোসেন মেজর,জেলা প্রতিনিধি,দিনাজপুর।
গত ১০ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক), দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে গণশুনানি দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, কমিশনার (তদন্ত), দুর্নীতি দমন কমিশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক(প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন, দিনাজপুর জেলার সু-যোগ্য পুলিশ সুপার ( এস পি) মোঃ মারুফাত_হুসাইন।
এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি গন, জনপ্রতিনিধি গন ও সুশীল সমাজের সদস্য বৃন্দ ও সেবা প্রার্থীরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকেই উপস্থিত ছিলেন।
গণশুনানিতে নাগরিকগণ তাদের অভিযোগ, সমস্যা ও পরামর্শ উপস্থাপন করেন। সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
দিনাজপুর জেলা সু-যোগ্য পুলিশ সুপার ( এস পি) মোঃ মারুফাত হুসাইন বলেন- দুদকের গণশুনানিতে জেলা পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি, যা জনসেবা ও প্রশাসনিক স্বচ্ছতায় দিনাজপুর জেলা পুলিশের ইতিবাচক প্রশংসিত ভূমিকার রয়েছেন।