দিনাজপুরের হিলিতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমক ভাবে পালিত হয়েছে।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,মোঃ মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
বুধবার ০৩ সেপ্টেম্বর সকাল ১১ টায দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমক ভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে হাকিমপুর উপজেলার বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন হতে আগত বিএনপির নেতাকর্মী বৃন্দ হিলিতে এসে বিএন পি এক বিশাল র্যালীতে মিলিত হয়ে এক বিশাল র্যালী বের হয়ে হিলির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হিলি চারমাথা মোড়ে এসে শেষ হয়। পরে হিলি চারমাথা মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএন পির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন পার্শ্ববর্তী দেশ থেকে কেহ যেনো উস্কানি দিতে না পারে এবং অনেকই নির্বাচন বিলম্ব করার ষড়যন্ত্র করছে। তাই সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
এ সময়ে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বি এন পির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মোঃ ফরিদ খাঁন, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম সহ হাকিমপুর উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন পৌর ও উপজেলা বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।