নারায়ণগঞ্জের প্রধান সমস্যা যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে
হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
রোববার (২৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ব্যবসায়ী সংগঠন বিকিএম এর বিভিন্ন নেতৃবৃন্দের সভা হয়। জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভাতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা যানজট নিরসনে বিভিন্ন মতামত দেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, “নারায়ণগঞ্জ শহরে দীর্ঘদিন ধরে যানজটের সমস্যা রয়েছে। ছোট্ট এই শহরে জনসংখ্যা খুব বেশি। কিন্তু সেই তুলনায় সড়ক কম। শহরে প্রচুর অটোরিকশা বৃদ্ধি পেয়েছে। তা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আমরা তা নিয়ে কাজ করছি। নারায়ণগঞ্জ চেম্বারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, মাহে রমজান মাসে যানজট নিরসনে আমাদের সহায়তা করার জন্য। শহরে অটোরিকশা নিয়ন্ত্রণে পর্যাপ্ত জনবল নাই। যানজট নিরসনে দ্রুত সবাইকে নিয়ে একটা কমিটি গঠন করা হবে। কমিটির পরামর্শক্রমে দ্রুত বিভিন্ন কাজ বাস্তবায়ন করা হবে। তবে এ বিষয়ে নারায়ণগঞ্জবাসীকে সবার আগে সচেতন হতে হবে।”
মতবিনিময় সভায় বিকেএমইএ, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নীট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পাল্স এন্ড লেনটিল ক্রাশিং মিলস ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেক্সটাইল ডাইস এন্ড কেমিক্যাল মার্চেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ গার্মেন্টস রি-সাইকেলিং কালার ফাইবার মার্চেন্ট অ্যাসোসিয়েশনসহ নারায়ণগঞ্জের স্থানীয় পর্যায়ের ৩৩টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইনসহ প্রমুখ।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “বর্তমানে নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কগুলোতে ভয়াবহ যানজট একটি নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। এ যানজটের ফলে সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগীসহ প্রতিটি শ্রেণির মানুষ প্রতিনিয়ত মানসিক অস্বস্তি, সময় ও অর্থের অপচয় এবং নানা দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। গুরুত্বপূর্ণ স্থানের প্রায় প্রত্যেকটি স্পটে ও বাজারের সামনে এ সমস্যা বিরাজমান। বিশেষ করে চাষাঢ়া মোড় থেকে চাঁদমারী স্ট্যান্ড, ২ নম্বর রেলগেইট, পুলিশ লাইন্স, খানপুর রোড, ১ নং রেইলগেইট, কালিরবাজার, পঞ্চবটি মোড় ও শিবু মার্কেটেও যানজটের পরিস্থিতি ক্রমাগত ভয়াবহ আকার ধারণ করছে। এসব স্থানে ট্রাফিক ব্যবস্থাপনার অভাব, অবৈধ পার্কিং, রিক্সা ও অবৈধ যানবাহন, অবৈধ ভাবে ফুটপাত ও রাস্তা দখল, অটোরিক্সা ও নিয়ম না মানা চালকদের কারণে শহরজুড়ে এক অনিয়ন্ত্রিত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। গত পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনের জন্য নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং বিকেএমইএ’র পক্ষ থেকে ট্রাফিক বিভাগকে সহায়তা করার জন্য ছাত্রদের মাধ্যমে ভলান্টিয়ার টিম তৈরি করে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে যানজট নিরসনে ট্রাফিক বিভাগকে সহায়তা করা হয়। এতে ব্যবসায়ী তথা নারায়ণগঞ্জ শহরবাসী উপকৃত হন এবং যানজট নিরসনে আশার আলো দেখতে পায়। নারায়ণগঞ্জ চেম্বার উদাহরণস্বরুপ প্রমাণ করেছিল নারায়ণগঞ্জ শহর থেকে যানজট নিরসন সম্ভব এবং শহরবাসীও আশাবাদী ছিল হয়ত তখন থেকে যানজট বিষয়ে কিছুটা হলেও মুক্তি পাবেন। কিন্তু পবিত্র ঈদ-উল ফিতরের পরে থেকে যানজট সমস্যা ক্রমাগত আগের চেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে আমরা বিশ্বাস করি, ট্রাফিক বিভাগসহ পুলিশ প্রশাসনের সক্রিয় ভ‚মিকা অপরিহার্য। আমরা নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে প্রস্তাব করেছি শহরের যানজট প্রবণ পয়েন্টগুলোতে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে অতিদ্রæত কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলা, অবৈধ পার্কিং, অটো রিক্সা নিয়ন্ত্রণ এবং ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা ও গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশ, স্বেচ্ছাসেবক সংখ্যা বৃদ্ধিসহ ডিজিটাল ট্রাফিক মনিটরিং চালু করা অত্যন্ত জরুরী।