নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটির সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
হারুন অর রশিদ সাগর,নারায়ণগঞ্জ:-
বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এর সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ উপস্থিতিতে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম(বার) তাঁর বক্তব্য বলেন "আসন্ন শারদীয় দুর্গাপূজা নিশ্ছিদ্র নিরাপত্তার মাধ্যমে সম্পন্ন করা হবে।
এজন্য প্রতিটি পূজামণ্ডপে পুলিশ মোতায়েন থাকবে। পুলিশের পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবকবৃন্দ সার্বক্ষণিক উপস্থিত থাকবে।" পুলিশ সুপার আরও বলেন, প্রতিটি পূজামণ্ডপকে সিসিটিভি ক্যামেরায় আওতায় আনা হবে যাতে অপরাধীদের সহজে শনাক্ত করে আইনের আওতায় আনা যায়।" পরিশেষে তিনি প্রতিমা বিসর্জন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে উপস্থিত সকলের প্রতি আহ্বান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাবু শিপন সরকার, জেল পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও
বাবু হংশ মহাপ্রভু, সভাপতি, ইসকন মন্দিরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পুলিশের অন্যান্য নেতৃবৃন্দ।