বিদেশি পিস্তলসহ ২ জন আর্মস ক্যাডার গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জ ,
সোমবার ০৫ মে দিবাগত রাত ০৩:০০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল চেয়ারম্যান অফিস ক্যানেলপাড় এলাকা হইতে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর আলমের নেতৃত্বে ও এসআই (নিঃ) মাহাবুব হাসান সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৩ রাউন্ড গুলি ও ১ টি বিদেশি পিস্তলসহ ২ জন আর্মস ক্যাডার গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামিরা হল মোঃ আমির হোসেন সনেট (৩৮), পিতা-মোঃ গিয়াস উদ্দিন, সাং-খাঁনপুর, জোড়া পানির টাংকি, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ, সজীব রায় (২৫), পিতা-গোপাল রায়, সাং-৭৭নং নগর খাঁনপুর, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জদ্বয়ের দখল হতে ০১টি পিস্তল, ০১টি ম্যাগজিন ও ০৩ রাউন্ড গুলি জব্দ করেন।
সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শাহীনুর আলম জানায়,০৫ মে রাতে অনুমানিক ০৩:১৫ ঘটিকার সময় একটি অটোরিক্সা যোগে দুইজন যাত্রী আদমজী, নারায়ণগঞ্জ রোডের দিকে দক্ষিণ দিক থেকে দ্রুত গতিতে আসে। চেকপোস্টে পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে উপরোক্ত আসামীদ্বয় অটোরিক্সা হতে লাফ দিয়ে দৌঁড়িয়ে পালানোর চেষ্টাকালে পুলিশের টিম আসামীদ্বয়কে দৌঁড়িয়ে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ক্যানেলপাড় সাকিনস্থ চেয়ারম্যান অফিসের ব্রীজের দক্ষিণ পাশে সেলিম মিয়ার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে আটক করে।
ধৃত আসামি মোঃ আমির হোসেন সনেট এর দেহ তল্লাশীকালে তার পরিহিত ফুল প্যান্টের সাথে কোমড়ের ডান পাশে গোজানো অবস্থায় ০১টি সোনালী রংয়ের পিস্তল এবং ম্যাগজিন এর ভিতরে ০৩ (তিন রাউন্ড) গুলি লোড অবস্থায় জব্দ করে। ধৃত আসামীদ্বয়কে অবৈধ অস্ত্র নিজেদের দখলে রাখার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে জানায় যে, তারা সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় রাত্রিকালীন ছিনতাই করার উদ্দেশ্যে উক্ত অবৈধ অস্ত্র নিয়ে অটোরিক্সা যোগে অভিনব কায়দায় রাস্তায় ঘোরাঘুরি করে। রাস্তায় পথচারী ও যাত্রীদেরকে একা পাইলে খুন জখম সহ হত্যা করে টাকা-পয়সা ও মালামাল নিয়ে যাওয়ার মতো অপরাধ সংঘটিত করে।
০১নং আসামী মোঃ আমির হোসেন সনেট (৩৮) অবৈধ অস্ত্র নিজ দখলে রেখে ও ০২নং সজীব রায় (২৫), দুজন আসামী একই কাজ সংঘটিত করার উদ্দেশ্যে অবৈধ অস্ত্র নিজেদের হেফাজতে রেখে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (A)/১৯(f) ধারার অপরাধ করেছে।
আরো জানায়,ধৃত সন্ত্রাসী মোঃ আমির হোসেন সনেট (৩৮) এর নামে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানায় হত্যা মামলা রয়েছে। তাদেরকে ০৭(সাত) দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।