বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে ছাত্রদের সামনে প্রধান শিক্ষককে হেনস্তা করার অভিযোগ ইউপি মেম্বার মাসুদের বিরুদ্ধে
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট ফতুল্লা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভুইগড় জনকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ কে স্কুলের অফিস কক্ষে ঢুকে প্রকাশ্যে ছাত্রদের সামনে হেনস্তা করার অভিযোগ উঠেছেন কুতুবপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য আওয়ামী লীগের দোষর মাসুদ মিয়া মেম্বার এর বিরুদ্ধে।
গত ১১ ই নভেম্বর রোজ মঙ্গলবার সকাল ১১ টায় স্কুলের অফিস কক্ষে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ। এ সময় বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে ইউপি মেম্বার মাসুদ মিয়া একটি কাগজে প্রধান শিক্ষককে সই করতে বলেন তিনি সই করবে না বলে অস্বীকার করলে, ইউপি মেম্বার মাসুদ ও তার সহযোগীরা প্রধান শিক্ষক আব্দুল আজিজের উপরে চড়াও হয়। এক পর্যায়ে সই না করায় প্রধান শিক্ষক আব্দুল আজিজ কে ধাক্কা ও চড় থাপ্পড়ো মারেন বলে জানায় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্ররা।
এই ঘটনায় শিক্ষক অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে বিষয়টি নিয়ে সর্বস্তরের মহলের মানুষ নিন্দার ঝড় তুলেন তবে এ ঘটনার পর থেকে প্রায় তিন দিন যাবত স্কুলে অনুপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ। বিষয়টি জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ কে একাধিক বার ফোন করলেও তিনি তার ফোন রিসিভ করেননি।
১৯ই নভেম্বর বিদ্যালয়ে সরজমিনে গিয়ে প্রধান শিক্ষক আব্দুল আজিজ এর সাথে কথা বললে তিনি জানান ইউপি মেম্বার মাসুদ মিয়া আমার কাছ থেকে একটি কাগজের সই নিতে আসেন না দেওয়াই তিনি আমার উপরে চরাও হন।
তবে এ বিষয়ে তিনি কাউকে কিছু বলতে নারাজ কুতুবপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মাসুদ মিয়ার বিরুদ্ধে এরকম অভিযোগ নতুন কিছু নয় তিনি গত ১৭ বছর আওয়ামী লীগের সাথে আঁতাত করে ইউপি মেম্বার থাকাকালীন সময় বিভিন্ন অপকর্ম করিয়ে বেরিয়েছেন তার বিরুদ্ধে রয়েছেন অভিযোগের পাহাড়।
একটি বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে স্কুলের ছাত্রদের সামনে প্রধান শিক্ষককে এরকম হেনস্তার অভিযোগ উঠলেও এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার কিছুই জানেন না তবে এ বিষয়ে এলাকায় নিন্দার ঝড় বইছেন এলাকাবাসী দাবি জানিয়েছেন অচিরেই এই ইউপি মেম্বার পদ থেকে স্থগিত ও তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোরালো দাবী জানিয়েছেন।