শেখ হাসিনার রায় কে ঘিরে অরজগতা ঠেকাতে কঠোর অবস্থানে নারায়ণগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা বাহিনী
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,ফতুল্লা প্রতিনিধিঃ
১৭ই নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘিরে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা, আগুন সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে কঠোর অবস্থানে আছেন নারায়ণগঞ্জ জেলা র্যাব, পুলিশ ও বিজিবি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়।
হাসিনার মামলার রায় পড়া শুরু
ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এ মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও কামাল পলাতক রয়েছেন। গ্রেফতার হয়ে প্রায় বছরখানেক ধরে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি মামুন। তিনি এই মামলার রাজসাক্ষী।
এদিকে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় বাড়ানো হয়েছে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা। পুলিশ-র্যাব, এপিবিএন-বিজিবির পাশাপাশি নিয়োজিত রয়েছে সেনাবাহিনী। তৎপর গোয়েন্দা সংস্থার সদস্যরাও।
নিরাপত্তার স্বার্থে নারায়ণগঞ্জ জেলার প্রবেশ মুখগুলো এবং শহরজুড়ে সর্বস্তরে নিরাপত্তা জোরদার এবং চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশি করেন নারায়ণগঞ্জ জেলা র্যাব,বিজিবি, পুলিশ ।
রায়কে ঘিরে নারায়ণগঞ্জ জেলায় কোন প্রকার অরজগতা যেন করতে না পারে সেই দিকে জেলা প্রশাসনরে ছিল একেবারেই তৎপর।