হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার -৩।।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,মাহবুব হোসেন বেজার দিনাজপুর জেলা প্রতিনিধঃ
আজ বুধবার হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ নাজমুল ইসলাম ও সর্ঙ্গীয় ফোর্স বিভিন্ন এলাকায়
পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৩ জন আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতার হলেন -
জিআর ওয়ারেন্ট মূলে গ্রেফতারকৃত আসামী (১) মোঃ শফিকুল ইসলাম কালু পিতা মৃত- আবু বক্কর সাং- মধ্য বাসুদেবপুর (রাজধানীর মোড়), (২) মোঃ হারুন অর রশিদ (হারুন মিয়া) পিতা- মন্টু মিয়া (মিন্টু মিয়া) সাং দক্ষিন বাসুদেবপুর উভয় থানা- হাকিমপুর জেলা-দিনাজপুর। রাজনৈতিক মামলা নং ১৭ তা-২৭/০৫/২৫ ইং এর আসামি মোঃ তোফাজ্জল হোসেন (৪৫), পিতা মোঃ মোজাফ্ফর হোসেন, সাং হরিহরপুর, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর। তোফাজ্জল হোসেন ০৩ নং আলীহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।
গ্রেফতারকৃত ৩জন আসামিদেরকে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
সম্পাদক ও প্রকাশক- হারুন অর রশিদ সাগর