হাকিমপুর প্রেস ক্লাবের আয়োজনে হিলি দক্ষিণ বাসুদেবপুর সরঃ প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত।।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট দিনাজপুর প্রতিনিধি মোঃ মাহবুব হোসেন মেজরের তথ্য ও ভিডিও চিত্রে ডেক্স রির্পোটঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি দক্ষিণ বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হাকিমপুর প্রেসক্লাবের আয়োজনে শনিবার আজ (৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই সেবামূলক ক্যাম্পে অসহায়, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের ব্যাপক উপচে পড়া ভিড় দেখা যায়।
এ শিবিরে জয়পুরহাট খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের সমন্বয়ে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ বিতরণ এবং বিশেষ পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি যেসব রোগীর চক্ষু অপারেশন প্রয়োজন, তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির ব্যবস্থাও করে আয়োজকরা।
হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ বলেন, আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা অর্থাভাবে চিকিৎসা নিতে পারেন না। সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ। মানুষের মুখে হাসি দেখতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
হাকিমপুর প্রেসক্লাবের সদস্য মোসলেম উদ্দিন, মোয়াজ্জেম হোসেন স্হানীয় গন্যমান্য মোঃ এনামুল হক সহ বেশ কিছু গন্যমান্য ব্যাক্তিবর্গ বলেন, এটি শুধু একটি চিকিৎসা ক্যাম্প নয়, মানুষের প্রতি আমাদের ভালোবাসার ছোট্ট প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিত ভাবে পরিচালনা করা হবে।
জয়পুরহাট খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. মোঃ দেলোয়ার হোসেন বলেন, চোখের রোগ নিয়ে মানুষ অনেক সময় অবহেলা করে। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না নিলে অনেক সময় জটিলতা বাড়তে পারে। আজকের এই উদ্যোগ গ্রামের মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে বড় ভূমিকা রাখবে।
চিকিৎসা নিতে আসা এক সুবিধাভোগী রহিমা বেগম আবেগ ভাবে বলেন, আমাদের মতো গরিব মানুষ চিকিৎসা করাতে গেলে অনেক খরচ হয়। এখানে বিনামূল্যে পরীক্ষা আবার ওষুধ, সবই পাওয়া যাচ্ছে। আমরা সত্যিই উপকার পেলাম। এ ধরনের মহতি উদ্যোগ নেওয়াই হাকিমপুর প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই।
এ ছাড়া আরও এক বৃদ্ধ কৃষক মোঃ আব্দুল হাকিম বলেন, চোখে সমস্যা ছিল, কিন্তু টাকার অভাবে ডাক্তার দেখাতে পারিনি। আজ এখানে এসে পরীক্ষা করালাম, ওষুধও পেলাম। এমন উদ্যোগ আবার ও হওয়া দরকার।
হাকিমপুর প্রেসক্লাবের এই মানবিক উদ্যোগে স্থানীয় মানুষের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকরা জানান, সমাজে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক আয়োজন অব্যাহত থাকবে।
এধরনের বিনা মুল্যে চিকিৎসা এবং ঔষধ বিতরনের আয়োজন করাই স্হানীয় এলাকাবাসী অত্যন্ত খুশি।