নারায়ণগঞ্জ জেলা কালচারাল অফিসার কে বিদায়ী সংবর্ধনা দিলেন সাহিত্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি:- ১৪ জানুয়ারি নাঃগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি’র কালচারাল অফিসার রুনা লায়লা’র শিল্প কলার সেমিনার কক্ষে বদলিজনিত বিদায় সংবর্ধনা আয়োজনে কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র , কবিয়াল ফাউন্ডেশন, মায়ের আঁচল সাহিত্য সামাজিক পরিষদ ও বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এসকল সংগঠনের পক্ষ থেকে সম্মিলিত ভাবে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান কবি মোঃ শফিকুল ইসলাম আরজু, কবি মাসুদ রানা লাল,কবি জহিরুল ইসলাম মিন্টু,কবি হারুন অর রশিদ সাগর, কবি জামিল হোসেন , কবি শুক্কুর মাহমুদ জুয়েল ও মিঠুন।
বিদায়ী এ সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা শহরের অনেক কবি, সাহিত্যিক, নাট্যকর্মী,সংগীত শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলেই তার কর্মময় জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।