প্রতারণাপূর্বক পুলিশ ক্লিয়ারেন্সের নামে টাকা হাতিয়ে নেয়ার অপরাধে ০১ জন গ্রেফতার
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি:- নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার লক্ষীপুরা গ্রামের বাসিন্দা মোঃ ইদ্রিস আলী (৬৬) এর ছোট ছেলে মারুফ রহমান অভি (২৮) এর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন থাকায় তিনি এলাকার পূর্ব পরিচিত কচি মাস্টারের ছেলে আশরাফুল ইসলাম অনন্ত (২৪) এর সাথে যোগাযোগ করেন ও পুলিশ ক্লিয়ারেন্স এর প্রয়োজনের বিষয়টি জানান। এসময় আশরাফুল ইসলাম অনন্ত তার পরিচিত মোঃ রিজন (২৪) এর মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স করে দেওয়ার কথা বলে প্রতারণার ফাঁদ পাতে । এরপর গত ২৬ নভেম্বর ২০২৪ খ্রিঃ সকালে আশরাফুল ইসলাম অনন্ত (২৪) মোঃ ইদ্রিস আলীকে অপর প্রতারক মোঃ রিজন (২৪) এর নিকট নিয়ে গেলে মোঃ রিজন তার ছেলের পাসপোর্টের ফটোকপি, অথোরাইজেশন লেটার দেখে এবং তাকে বলে তার ছেলের কাগজপত্রে ঝামেলা আছে এবং উক্ত পুলিশ ক্লিয়ারেন্স করাতে ১৫,০০০/= (পনের হাজার) টাকা লাগবে। ভূক্তভোগী মোঃ ইদ্রিস আলী তখন নগদ ৪,০০০/- টাকা প্রদান করেন । পরবর্তীতে প্রতারকদ্বয় বিকাশের মাধ্যমে প্রথমে ১,০০০/- (এক হাজার) টাকা এবং পরে আরও ১০,২০০/- টাকা গ্রহণ করে। তারা দু’জন মোঃ ইদ্রিস আলীকে জানায় পুলিশ ক্লিয়ারেন্স তাদের লোক দিয়ে করে এনে তার কাছে পৌঁছে দিবে। । অনেক দিন অতিবহিত হলেও ভূক্তভোগী তার ছেলের পুলিশ ক্লিয়ারেন্স বুঝে না পেলে তাদের প্রতারণার বিষয়টি বুঝতে পারেন ও নারয়ণগঞ্জ জেলার পুলিশ সুপার কার্যালয়ে খবর নিয়ে প্রতারণার বিষয়ে নিশ্চিত হন। এ সংক্রান্তে মোঃ ইদ্রিস আলী বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন। নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার টিম মাঠে নামে। জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব তারেক আল মেহেদী মহোদয়ের নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ ওয়াহিদুজ্জামান, এস আই(নিঃ) মোঃ সহিদার, এস আই(নিঃ) কাজী আফজাল শাহীনসহ সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে প্রতারক মোঃ রিজন (২৪), পিতা-শামসুজ্জামান ভূইয়া, সাং-মারুয়াদী, পোঃ ফাউসা বাজার, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জকে অদ্য ১৩ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকায় তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত প্রতারককে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপর প্রতারক আশরাফুল ইসলাম অনন্ত (২৮), পিতা-কচি মাস্টার, সাং-লক্ষীপুরা, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার পুলিশ ক্লিয়ারেন্স প্রতারকদের থেকে সকলকে সচেতন হওয়ার জন্য এবং পুলিশ ক্লিয়ারেন্স করতে কেউ টাকা দাবী করলে পুলিশকে জানাতে আহ্বান করেন।