৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
মায়ের আঁচল সংগঠনের  ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক  আলোচনা সভা অনুষ্ঠিত।। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ কালচারাল অফিসার কে বিদায়ী সংবর্ধনা দিলেন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।। মায়ের আঁচল রিপোর্ট ফের ডিসি বদলিতে নাজির হতে মরিয়া দুর্নীতির বরপুত্র কে এই সিকদার ?? মায়ের আঁচল রিপোর্ট মায়ের আঁচল এর ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে আলোচনা সভা ও উদযাপন কমিটি গঠিত।। দৈনিক মায়ের আঁচল রিপোর্ট কাব্যছন্দ বিজয়ের সংখ্যা প্রিন্সে’র সম্পাদনায় প্রকাশিত।। মায়ের আঁচল রিপোর্ট স্বেচ্ছাসেবক দলের নেতা সিদ্দিকুর রহমানের সুস্থতা কামনায় দোয়া চাইলেন মাসুম।। দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হাকিমপুরে বড়দিন উপলক্ষে খ্রিষ্ট্রা ধর্মাবলম্বীদের মাঝে বিএনপির উদ্যোগে নগদ অর্থ বিতরণ।। মায়ের আঁচল রিপোর্ট মহানগর তরুণ দলের কমিটিকে কেন্দ্র করে দেলুর বিরুদ্ধে ষড়যন্ত্র : সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা ।। মায়ের আঁচল রিপোর্ট উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচন সম্পন্ন।। মায়ের আঁচল রিপোর্ট অন্তবর্তী সরকারের ভূমি ও বেসরকারি বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফঃ ৮৩ বছরের মারা গেছেন।। মায়ের আঁচল রিপোর্ট।

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদচাপায় নিহত ৮৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২, ২০২৪,
  • 202 Time View

নিউজ ডেস্ক

ভারতে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদচাপায় নারী ও শিশুসহ অন্তত ৮৭ জনের মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটল উত্তর প্রদেশের হাথরসে।

কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার হাথরসের একটি গ্রামে ‘সৎসঙ্গ’ (প্রার্থনাসভা) ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ সমবেত হয়েছিল।

অনুষ্ঠান শেষ হতেই পুণ্যার্থীদের মধ্যে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খান কর্মকর্তারাও।

অনুষ্ঠানে অংশ নেওয়া এক নারী বলেন, স্থানীয় এক গুরুর সম্মানে ওই প্রার্থনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। লোকজন বিদায় নেওয়ার সময়েই ঘটে পদপিষ্টের ঘটনা।

আরেক নারী বলেন, ‘সৎসঙ্গ শেষ হওয়ার পরই পদচাপার ঘটনা ঘটে। আমরা পাশ দিয়েই যাচ্ছিলাম। হঠাৎ হুড়োহুড়ি শুরু হয়ে যায়।”

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। সরকারের একাধিক মন্ত্রীও ঘটনাস্থলে যান। কমিউনিটি হেলথ সেন্টারে বাস এবং টেম্পুতে করে কয়েকটি লাশ নিয়ে আসা এবং স্বজনদের আহাজারি করতে দেখা গেছে।

হাথরসের ডিস্ট্রিক্ট মেজিস্ট্রেট আশিষ কুমার বলেছেন, কমিউনিটি হেলথ সেন্টার থেকে মৃতের সংখ্যার যে হিসাব পাওয়া গেছে তাতে বলা হয়েছে ৫০-৬০ জন নিহত হয়েছে। আর ইতাহ জেলার কর্মকর্তারা আরও ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন।

পদচাপার ঘটনাটি হাথরসের সিকন্দরারাউ পুলিশ স্টেশনের অধীন পুরালি গ্রামে ঘটেছে। আহতদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আশিষ কুমার।

এনডিটিভি জানায়, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোটা ঘটনার খোঁজখবর নিয়েছেন এবং পরিস্থিতি নজরে রাখছেন। কীভাবে এত বড় ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। গঠন করা হয়েছে বিশেষ তদন্ত দল।

ওদিকে পার্লামেন্টের ভাষণে হাথরসের ঘটনার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “হাথরসের ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে। জখমদের দ্রুত আরোগ্য কামনা করছি। উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।”

প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মূ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

পদচাপার এ ঘটনায় দু:খপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category