মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ এর উদ্যোগের বিজয় দিবসের সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত।।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি:- গতকাল ১৬ ডিসেম্বর আন্তর্জাতিক বিজয় দিবস উদযাপন উপলক্ষে কুতুবপুর লাকিবাজার এলাকায় মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ (মাআসাপ) বাংলাদেশ কর্তৃক আয়োজিত বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাহিত্য আড্ডা ও সম্ভাব্য ফেব্রুয়ারি মাসে মায়ের আঁচলের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হারুন ও রশিদ সাগরের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য নাজমুল হোসাইন খান এর সঞ্চালনায় ও সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এ বিপ্লব এর পরিচালনায় স্বরচিত লেখা পাঠ ও গুরুত্বপূর্ণ আলোচনায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ন সাংগঠনিক সম্পাদক মানিক হোসাইন, সংগঠনের সদস্যগণ নারায়ণগঞ্জ বাংলাদেশ রাইটার্স ক্লাবের আহবায় কাজী আনিসুল হক , শসাপ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রুহুল আমিন রুদ্র, নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন এর সভাপতি ইকবাল হোসেন রুমেছ, মোঃ সাদ্দাম মোহাম্মদ, মামুন বাবুল, সাথী আক্তার, শাওন মেম্বার সহ নারায়ণগঞ্জের আরো অন্যান্য কবি সাহিত্যিক সহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠা বার্ষিকী সাফল্য করার জন্য সকলেই বিভিন্ন পরামর্শ দেন এবং সফল করবার জন সর্বউচ্চ সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হারুনা আর রশিদ সাগর আশ্বস্ত হয়ে তার বক্তব্যে মায়ের আঁচলের এই আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি উৎসব এটা শুধু মাত্র মায়ের আঁচলের নয় এবং আমার ব্যক্তিগত নয় এটা সকল সাহিত্য সংস্কৃতি মনা ব্যক্তি তথা নারায়ণগঞ্জবাসীর।
আন্তর্জাতিক এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার সকল কবি সাহিত্যিকদের উপস্থিতি সহযোগিতা ভালবাসা চেয়েছেন এবং অনুষ্ঠান তার একার নয় এই অনুষ্ঠান সকলের বলে তিনি জানিয়েছেন সেই লক্ষ্যে সকলকে পাশে চেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।