মেঘনায় পবিত্র কোরআন অবমাননা ফুঁসে উঠেছে হাজার হাজার জনতা।।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি মেঘনা:-কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় পবিত্র কোরআন শরীফের পা রেখে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে অবমাননা করেছে ইসকন সদস্য নারায়ন দাস। উক্ত গঠনা গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফুঁসে ওঠে মেঘনার হাজার হাজার ধর্ম প্রাণ তাওহিদী জনতা।
আজ সকাল দশটায় মেঘনা উপজেলা মাঠে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সকল দলের নেতৃবৃন্দ ও আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন ।
সমাবেশে হেফাজতে ইসলাম মেঘনা উপজেলা সভাপতি মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, মেঘনায় কোরআন অবমাননাকারী নারায়ন দাসকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আন্দোলনের দাবানল সারাদেশে ছড়িয়ে পড়বে।তাকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি আরো বলেন, সম্প্রতি কতিপয় উগ্রহিন্দু ইসলাম, মুসলমান,কোরআন-হাদীসের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড করে দেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর অপচেষ্টা চালাচ্ছে । তাদের সকল ষড়যন্ত্রের বিষদাত উপড়ে ফেলতে হবে। এই ষড়যন্ত্রের মূল হোতা জঙ্গি সংগঠন ইসকন তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। মাওলানা আবু মুসা আশরাফির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম মেঘনার সভাপতি মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা আকরাম হোসাইন, জামায়াতে ইসলাম মেঘনার আমীর মোহাম্মদ লোকমান হোসেন ভূঁইয়া, কওমি মাদ্রাসা বোর্ড মেঘনার সভাপতি মাওলানা আব্দুল হাই আব্বাসী, ইসলামী আন্দোলনের মাওলানা আমির হোসেন ও মাওলানা আখতার হোসেন, বিএনপি নেতা আতাউর রহমান চেয়ারম্যান, এডভোকেট মোমেন ফরাজী, হেফাজত নেতা মাওলানা ইদ্রিস আলী যুক্তিবাদী, মাওলানা সালাউদ্দিন, মাওলানা অলিউল্লাহ মুস্তাফি, ছাত্র সমন্বয়ক নাদিম আহমদ, মাওলান রেজাউল করীম, মুফতি আবু সাঈদ, মাওলানা শওকত আদনান, মাওলান বোরহান উদ্দিন, হাফেজ আবু হানিফ, মাওলানা সাইফুল ইসলাম বাহার,মাওলানা আল আমিন হাবিব, মাওলানা আরিফুল ইসলাম প্রমূখ।
সমাবেশে ওলামায়ে কেরাম ইসকনের সকল কার্যক্রম বন্ধ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।