লোহাগড়ায় ইউসিবি ব্যাংকের উপশাখা নতুন ভবনে স্থানান্তর ও উদ্ধোধন
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট, সৈয়দ খায়রুল আলম,নড়াইল প্রতিনিধি :- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ব্যাংকের নড়াইলের লোহাগড়া উপশাখা পুরাতন ভবন থেকে নতুন ভবনে স্থানান্তরিত করেছে।
বুধবার ২ অক্টোবার সকাল ১১ টায় উপশাখাটি লোহাগড়া বাজার স্বর্ন পট্রির মোতালেব কমপ্লেক্সের ২য় তলায় স্থানান্তরের মাধ্যমে ফিতা কেটে ব্যাংকিং কার্যক্রমের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউসিবি ব্যাংক প্রধান কার্যালয়ের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ জাহিদুল ইসলাম।
এ উপলক্ষে উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্বে করেন গোপালগঞ্জ ইউসিবি ব্যাংকের শাখা ম্যানেজার মোল্যা ফজলুল হক মুকুল, স্বাগত বক্তব্য রাখেন লোহাগড়া বাজার ইউসিবি ব্যাংক উপশাখার ম্যানেজার মোঃ শাহজাহান মোল্যা, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ নিসরাপ এর চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, ভাঙ্গা ইউসিবি ব্যাংকের ম্যানেজার আসিফ-উজ-জামান,
মুকসুদপুর ইউসিবি ব্যাংকের ম্যানেজার মীর আবুল খায়ের প্রমুখ।
এ সময়ে ব্যাংকের বিভিন্ন শাখায় কর্মরত ইসিবি কর্মকর্তা, সুধীজন, ব্যাংকের গ্রাহক ছাড়াও বাজার ব্যবসায়ীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউসিবি ব্যাংক প্রধান কার্যালয়ের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ জাহিদুল ইসলাম বলেন, ইউসিবি ব্যাংক দীর্ঘদিন ধরে মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। এ অঞ্চলের প্রিয় ব্যাংক হিসাবে ইউসিবি ব্যাংক গ্রাহকের আস্থা তৈরি করেছে। তাই গ্রাহককে আরো উন্নতমানের সেবা দিতে আরো বড় পরিসরে ইউসিবি ব্যাংক নতুন ভবনে স্থানান্তরিত করে সেবার মান আরো উন্নীত করতে নিশ্চিত করা হয়েছে। আপনারা ব্যাংকে এসে একাউন্ট করে ভালো সেবা পাবেন বলে আশ্বস্ত করেন।
আপনাদের সকলের সহযোগিতায় ইসিবি ব্যাংক আরো এগিয়ে যাবে।
পরে দোয়া পরিচালনা করেন মোচড়া-কামঠানা আশরাফুল উলূম মাদ্রাসা ও এতিমখানার মোহাতামিম মাওলানা তাওহীদুর রহমান।