
আসন্ন নির্বাচন উপলক্ষে স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট প্রদানে নাঃগঞ্জ জেলা প্রশাসকের ভোট কেন্দ্র পরিদর্শন ও দিকনির্দেশনা প্রদান
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি,এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: রায়হান কবির আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের সদর উপজেলার বেশ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন কালে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলো মেরামতের নির্দেশনা ও পরামর্শ দেন। এবং যে সব কেন্দ্র গুলো ক্ষমতার প্রভাব খাটাতে গিয়ে মারামারি হয় সেই সব কেন্দ্র গুলোতে কঠোর নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহীনিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরামর্শ দেন।
এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘীরে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থান তিনি পরিদর্শন করবেন। আগামি নির্বাচন যেনো অবাধ সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শতভাগ স্বচ্ছ ভোট সম্পন্ন করা যায়। তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে । এ সময় তিনি আরো বলেন, সাধারণ ভোটাররা যাতে উৎসাহের সাথে ভোট দিতে আসতে পারেন।সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে এবং ভোট প্রদানে সচেতনতা বৃদ্ধি করতে হবে। নারায়ণগঞ্জ জেলাবাসি আশাবাদী নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে উপহার দিতে পারবেন। জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করার আহ্বান জানিয়েছেন। যাতে কোন প্রকার সন্ত্রাস, জোর জুলুম,,কেন্দ্র দখল ও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের ব্যবস্থা করা যায় সেইদিকে আমাদের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এই পরিদর্শনকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরিন ভোট কেন্দ্র গুলি ঘুরিয়ে দেখান।এছাড়াও সদর উপজেলার অন্যান্য অফিসার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।