নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী একের অধিক মামলার আসামি আপেল(৫০) গ্রেফতার
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের জামতলা এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী, একের অধিক হত্যা মামলার আসামি, মাদক ব্যবসায়ী চোরাকারবারি আজমীর ওসমানের ক্যাডার তমিজ উদ্দিন খন্দকার ওরফে আপেল (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ।
তমিজ উদ্দিন খন্দকার ওরফে আপেল জামতলা ধোপাপট্টি এলাকার মৃত মেজবাহ উদ্দিন খন্দকারের ছেলে বলে জানা গেছে।
শীর্ষ সন্ত্রাসীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আপেলের বিরুদ্ধে একাধিক মাদক, অস্ত্র ও চাঁদাবাজি, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলা রয়েছে। আপেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলারও আসামি । আপেল আজমেরী ওসমানের ক্যাডার।