
মায়ের আঁচল সংগঠনের সাহিত্য আড্ডা ও আলোচনা সভা এবং মৃত্য ও জীবিত অসুস্থ কবি সাংবাদিকদের জন্য দোয়া মোনাজাতের মধ্য দিয়ে বিদ্যুৎ এর জন্মদিন পালন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ (মাআসাপ) বাংলাদেশ এর পক্ষ থেকে সাহিত্য আড্ডা ও আলোচনা সভায় উক্ত সংগঠনের প্রায় সকল কবি সাহিত্যিক ও নারায়ণগঞ্জের সাংবাদিকদের মধ্যে অনেকেই অসুস্থ আছে তাদের জন্য দোয়া ও মাহফিল এবং নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুতের জন্মদিন পালন করা হয়েছে। সেই সাথে মায়ের আচল সংগঠনের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কিভাবে- কবে উদযাপন -কোথায় উদযাপন করা যায় এই ব্যাপারে একটি সুন্দর আলোচনা হয়েছে ।
২৫ অক্টোবর শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ চাষাড়া রুদ্রবার্তা অফিসে এ অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি দৈনিক ডেসটিনি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি লেখক সাংবাদিক – হারুন অর রশিদ সাগর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোলারাম কলেজের বাংলা বিভাগের এক্স প্রিন্সিপাল প্রফেসর মোঃ আমির হোসেন।
প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লেখক শিল্পী গীতিকার সুরকার এস এ শামীম।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাহিত্য জোটের সভাপতি আঃ রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা আল আশরাফ বিন্দু, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক শফিকুল ইসলাম আরজু, সদস্য সচিব এসএম জহিরুল ইসলাম বিদ্যুত,৫০ উদ্যোগ কফি হাউজ শেষ বেলা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম।
সংগঠনের সদস্য কবি সাদ্দাম মোহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবি সাংবাদিক কাজী আনিসুল হক হীরা, কবি শাহানা মান্নান,বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ, নারায়ণগঞ্জ সাহিত্য ফাউন্ডেশনের সভাপতি ইকবাল হোসেন রোমেছ, কবি ও শিক্ষানবিশ আইনজীবী এস এ বিপ্লব, কবি মতিউর রহমান ফারুক, কবি পিংকি আক্তার, কবি সায়মন আহমেদ, কবি মোসা: রওশন আরা সোনিয়া দেওয়ান প্রিতি, সাংবাদিক রিয়া প্রমূখ।
অনুষ্ঠানের বক্তারা তাদের বক্তব্যে বলেছেন নিজের খেয়ে বনের মেষ তাড়ানোর কাজ সবাই করতে পারে না যেটা সাগর করছে তাই সাহিত্য সামাজিক সংগঠন তথা প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে সকলকেই এগিয়ে এসে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে সুন্দরভাবে অনুষ্ঠানটি সফল করার জন্য উপস্থিত সকলকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ (মাআসাপ) বাংলাদেশ এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার লক্ষ্যে সকল কে পাশে চেয়ে সহযোগিতা কামনা করেছেন।