৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শঙ্কার মাঝে এবারও নারায়ণগঞ্জ লালন মেলা শান্তিপূর্ণ সাধুসঙ্গ দাবি লালন ভক্তসহ সর্বমহলের। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ডিসি মোঃ রায়হান কবির। মায়ের আঁচল রিপোর্ট লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন । মায়ের আঁচল রিপোর্ট পুলিশ সুপার জসিম উদ্দিনের নির্দেশনায় কালাপাহাড়িয়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা। মায়ের আঁচল রিপোর্ট ভূমিকম্প পরবর্তী জরুরি সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কন্ট্রোল রুম চালু। মায়ের আঁচল রিপোর্ট বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে ছাত্রদের সামনে প্রধান শিক্ষককে হেনস্তা করার অভিযোগ ইউপি মেম্বার মাসুদের বিরুদ্ধে । মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট চট্টগ্রামে জনবান্ধব ও মানবিক প্রশাসন প্রতিষ্ঠার প্রত্যয় মানবিক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ নতুন জেলা প্রশাসক ডিসি মোঃ রায়হান কবির দায়িত্বভার গ্রহণ করেছেন। মায়ের আঁচল রিপোর্ট শেখ হাসিনার রায় কে ঘিরে  অরজগতা ঠেকাতে কঠোর অবস্থানে জেলা আইন-শৃঙ্খলা বাহিনী  । মায়ের আঁচল রিপোর্ট

লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন । মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : শনিবার, নভেম্বর ২২, ২০২৫,
  • 16 Time View

লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি,এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

আজ ২২ নভেম্বর ২০২৫ খ্রিঃ (শনিবার) বেলা ১১.০০ ঘটিকায় অক্টোবর/২০২৫ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে “অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অক্টোবর/২৫ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন এবং অপরাধ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে উপস্থাপন করেন। নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) তাঁর বক্তব্য অক্টোবর মাসে ডাকাতি ও দস্যুতার ঘটনা কম সংগঠিত হওয়ায় অফিসার ইনচার্জদের ধন্যবাদ জ্ঞাপন করেন। চুরি, ছিনতাই, দস্যুতা এবং ডাকাতির ঘটনা যাতে না ঘটে সেজন্য তিনি রাত্রি বেলায় পুলিশের টহল জোরদার এবং হাইওয়েগুলোতে হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় রেখে ক্রস পেট্রোলিং করার জন্য নির্দেশ প্রদান করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এবং বঞ্চিত নেতৃবৃন্দের বিভিন্ন প্রোগ্রামে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য তিনি নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপার আরও বলেন, “সিদ্ধিরগঞ্জ থানা, আড়াইহাজার থানা এবং পুলিশ লাইন্স থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের জন্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।” ইতিমধ্যে লুন্ঠিত এসব অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে তথ্য প্রদানকারী ব্যক্তিকে পুরস্কৃত করা হবে মর্মে জেলা পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।

অতঃপর পুলিশ সুপার জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে আড়াইহাজার থানার এএসআই (নিঃ)/মামুনুর রশিদ, জেলার শ্রেষ্ঠ এসআই(নিঃ) হিসেবে রূপগঞ্জ থানার এসআই(নিঃ)/ জয়নাল আবেদীন, ক্লু লেস মামলা ডিটেকশনে বিশেষ দক্ষতার জন্য ফতুল্লা মডেল থানার এসআই(নিঃ)/মোঃ রফিক, বিপিএম; অর্পিত দায়িত্ব কৃতিত্বের সাথে সম্পাদনের জন্য সদর কোর্ট, নারায়ণগঞ্জ এএ কর্মরত ইন্সপেক্টর (নিঃ) মোঃ আব্দুল কাইয়ূম; গুরুত্বপূর্ণ মামলা সুষ্ঠুভাবে নিষ্পত্তি করার জন্য সদর মডেল থানায় কর্মরত ইন্সপেক্টর (নিঃ) মোঃ জামাল উদ্দিন; বাৎসরিক ফায়ারিং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এসআই (সঃ)/কাজল মিয়া সহ তার টিম; ১০ বছরের সাজা প্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতারের জন্য রূপগঞ্জ থানায় কর্মরত এএসআই (নিঃ)/মোঃ শাহারুল ইসলাম এবং সাহসিকতার সাথে কর্তব্য পালনের জন্য আড়াইহাজার থানার ড্রাইভার কং/১৬৩৯ মোঃ হাওলাদার লপ্তি-দের পুরস্কৃত করেন।
এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, “গ” সার্কেল এর সহকারী পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ, সিআইডি, নৌপুলিশ ও টুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category