হিলি স্থল বন্দর পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,মাহবুব হোসেন মেজর,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ-
রংপুর রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম (এন ডিসি) বলেন দেশের রাজস্ব বৃদ্ধিতে হিলি স্থলবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ বন্দর দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য আমদানি হচ্ছে। যা অর্থনীতিকে চাঙ্গা রাখছে। তবে, শুধুমাত্র আমদানির ওপর নির্ভর না করে রপ্তানিও বৃদ্ধি করতে হবে।
গত শনিবার (৪ অক্টোবর) দুপুরে দিনাজপুরের হিলি স্থলবন্দর, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট, জিরোপয়েন্ট এবং উপজেলা প্রশাসন কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।দুর্গাপূজা উপলক্ষে ছয় দিনের বন্ধের পর আজ থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও বলেন, রপ্তানি বাড়াতে হলে আমাদের স্থানীয় উৎপাদন বৃদ্ধি করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনারের স্ত্রী অতিরিক্ত সচিব মোছা. হুমায়েরা বেগম, পিএস মোঃ রেজাউল করিম, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ সাব্বির হোসেন এবং হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ সাখাওয়াত হোসেন প্রমুখ।