
ভূমিকম্প পরবর্তী জরুরি সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কন্ট্রোল রুম চালু
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি,এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
ভূমিকম্প পরবর্তী জরুরি সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কন্ট্রোল রুম চালু
ভূমিকম্প পরবর্তী যেকোন ক্ষয়ক্ষতির তথ্য গ্রহণ ও দ্রুত সহযোগিতা প্রদানের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে একটি জরুরি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির–এর প্রত্যক্ষ নির্দেশনায় সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে এই সেবা পরিচালিত হবে।
জনগণের জরুরি সহায়তা নিশ্চিত করতে কন্ট্রোল রুমের মোবাইল নম্বর সার্বক্ষণিক খোলা থাকবে।
জরুরি কন্ট্রোল রুমের নম্বর: +880 1700-716680
ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তথ্য, আটকা পড়া ব্যক্তি, ঘরবাড়ির সমস্যা বা যেকোন প্রয়োজনীয় সহযোগিতা বিষয়ে সাধারণ মানুষ এই নম্বরে যোগাযোগ করতে পারবেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি মুহূর্তে দ্রুত সাড়া ও জননিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।