৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন। সভাপতি মান্নান ,সেক্রেটারি মায়া’জ সাংগঠনিক সম্পাদক শামীম । মায়ের আঁচল রিপোর্ট চট্টগ্রামে অগ্নিকাণ্ডে নিঃস্ব দুর্দশাগ্রস্ত মুক্তিযোদ্ধার পাশে দাড়ালেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম । মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে নরসিংহপুর পুলিশ সুপারের হস্তক্ষেপে কঠোর নিরাপত্তায় “লালন সাধু সঙ্গ ,,উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নবাবগঞ্জের গোলাপন্জ ইউনিয়ন বি এন পির পথসভায় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। মায়ের আঁচল রিপোর্ট শঙ্কার মাঝে এবারও নারায়ণগঞ্জ লালন মেলা শান্তিপূর্ণ সাধুসঙ্গ দাবি লালন ভক্তসহ সর্বমহলের। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ডিসি মোঃ রায়হান কবির। মায়ের আঁচল রিপোর্ট লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন । মায়ের আঁচল রিপোর্ট পুলিশ সুপার জসিম উদ্দিনের নির্দেশনায় কালাপাহাড়িয়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা। মায়ের আঁচল রিপোর্ট ভূমিকম্প পরবর্তী জরুরি সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কন্ট্রোল রুম চালু। মায়ের আঁচল রিপোর্ট বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে ছাত্রদের সামনে প্রধান শিক্ষককে হেনস্তা করার অভিযোগ ইউপি মেম্বার মাসুদের বিরুদ্ধে । মায়ের আঁচল রিপোর্ট

নারায়ণগঞ্জে নরসিংহপুর পুলিশ সুপারের হস্তক্ষেপে কঠোর নিরাপত্তায় “লালন সাধু সঙ্গ ,,উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : রবিবার, নভেম্বর ২৩, ২০২৫,
  • 11 Time View

নারায়ণগঞ্জে নরসিংহপুর পুলিশ সুপারের হস্তক্ষেপে কঠোর নিরাপত্তায় “লালন সাধু সঙ্গ ,,উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি,এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর মধ্য নরসিংহপুর গ্রামে জেলা পুলিশ সুপারের দেওয়া শর্ত মেনেই অনুষ্ঠিত হয়েছে দুদিনব্যাপী ‘লালন সাধুসঙ্গ’।
জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন -এর বিশেষ উদ্যোগে প্রশাসনে নিরবচ্ছিন্ন কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে এবং কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুইদিনব্যাপি পালিত হয়েছে ‘লালন সাধুসঙ্গ ‘।
গত শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কাশীপুর ইউনিয়নের নরসিংহপুর গ্রামের মুক্তিধাম আশ্রমে আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি।

গত বছর হেফাজত ইসলামের বিরোধিতার মুখে জেলা প্রশাসন এই আয়োজন বন্ধ করে দেয়। এতে সারা দেশ থেকে আগত লালনভক্তরা খুভে ও তীব্র নিন্দা জানিয়ে অনুষ্ঠান না হওয়ায় ফিরে যান।
তবে এবার স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের আরোপিত শর্তের ভিত্তিতে সীমিত পরিসরে আয়োজনে অনুমতি মেলে।
মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমির প্রতিষ্ঠাতা ফকির শাহজালাল জানান, গত বছরের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এবার আগেই জেলা প্রশাসন ও পুলিশ সুপারকে চিঠি দিয়ে জানাই। পরে ২০ নভেম্বর পুলিশ সুপার ১৩টি শর্ত আরোপ করে অনুষ্ঠান করার সুপারিশ দেন। যেমন— উচ্চস্বরে মাইক না বাজানো, নারী-পুরুষ আলাদা বসার ব্যবস্থা, ধর্মীয় অনুভূতিতে আঘাত না আসে এমন বক্তব্য পরিহার করা এবং মিলাদ-জিকিরের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা।
তবে শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় মুসল্লিরা বিক্ষোভ করে অনুষ্ঠান বন্ধের দাবি জানায়। পরে পুলিশ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আয়োজকদের শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করতে নির্দেশনা দেয়।
তৌহিদ জনতার ব্যানারে এবারো অনুষ্ঠান পণ্ড করতে অপচেষ্টা চালায় একটা পক্ষ। জেলা পুলিশ সুপার এ বিষয়ে সচেতন ভূমিকা পালন করে এবং সর্বোচ্চ কঠোর নিরাপত্তার নিশ্চিত করে।
বিক্ষোভের বিষয়ে ইমাম ঐক্য পরিষদ কাশীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হান্নান বলেন, ‘লালন সাধুসঙ্গের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড চলে। গান-বাজনার এই আয়োজন ইসলামের দৃষ্টিকোণ থেকেও গ্রহণযোগ্য নয়। এলাকাবাসীও এটি চান না। আমরা জেলা প্রশাসনের সঙ্গে দেখা করে আয়োজন বন্ধের অনুরোধ করেছি, কিন্তু শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে বলে শুনছি।’
গত ২২ নভেম্বর দুপুর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লালনভক্তরা আসতে শুরু করেন। আজ ২৩ নভেম্বর রবিবারও দেশের লালন ভক্তদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। নির্ধারিত সময়ে আয়োজন শুরু করতে না পারলেও প্রশাসনের সহযোগিতায় পরে শব্দ বাইরে না যাওয়ার শর্তে মৌখিক অনুমতিতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভাবে সাধুসঙ্গ উদযাপন করা হয় ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা শিরিন বলেন, ‘এ আয়োজনে প্রশাসনের কোনো আনুষ্ঠানিক অনুমতি ছিল না। তবে যেহেতু তারা ইতোমধ্যে আয়োজন শুরু করে ফেলেছিলেন, তাই স্বল্প পরিসরে করার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু উচ্চস্বরে কোনো গান-বাজনা বা মেলা হবে না।’

আয়োজনের উদ্বোধক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, ‘এ বছর আয়োজনটি ছিল আরো বড় পরিসরে এবং ব্যাপকভাবে। গত বছর এ আয়োজনটি ঘোষণা করেও বাধার কারণে করা হয়নি। এবারও যখন তারা আয়োজনটি করতে যাচ্ছে তখন ওই গোষ্ঠীটিই ইসলামবিরোধী কার্যকলাপের কথা বলে এর বিরোধিতা করে। ফলে আয়োজনটি যে পরিসরে ছিলে, সেটি ছোট করতে করতে এ অবস্থায় এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category