
নারায়ণগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি,এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
‘দেশীয় প্রজাতি, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এ প্রতিপাদ্যে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে বুধবার নগরীর তক্কার মাঠ এলাকায় অনুষ্ঠিত হয়।
এবছর দিবসটির কর্মসূচির অংশ হিসেবে প্রাণিসম্পদ প্রদর্শনী, বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন, কৃমিনাশক বিতরণ, প্রাণিসম্পদ উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের ভাবনা শীর্ষক মতবিনিময়, কৃত্রিম প্রজনন, স্কুল ফিডিং, কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এছাড়াও সমাপনী অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে।
জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, প্রাণিসম্পদে অধিক অংশীজনের সম্পৃক্তকরণ এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন ও সরবরাহের বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া সরকার প্রাণিসম্পদ উন্নয়নে বিভিন্ন কৃষক বান্ধব কর্মসূচি গ্রহণ করেছেন বলেও জানান।
র্যালি, আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির।
উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ আফম মশিউর রহমান, জেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ আব্দুল মান্নান মিয়া, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোহাম্মদ ইউনুস আলী।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরিন।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।