
ফুলবাড়ী ২৯ বিজিবি) কর্তৃক এক মাসে ৪কোটি অধিক মুল্যের ভারতীয় মাদক দ্রব্য অস্ত্র গোলা বারুদ গবাদি পশু সহ বিভিন্ন মালামাল উদ্ধার।। ৪৮ জন আসামী গ্রেফতার।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দেশের অন্যান্য সীমান্তের ন্যায় রংপুর রিজিয়নের আওতাধীন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ফয়সাল রহমানের দিগ নির্দেশনায় ২৯ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এন এম জাবের বিন জব্বারের পরিচালনায় কর্মরত বিভিন্ন ক্যাম্পের বিজিবি সদস্যগন ও বিজিবির নিজস্ব গোয়েন্দা সদস্য দ্বায়িত্ব প্রাপ্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে গত নবেন্বর এক মাসে ৪ কোটি অধিক মুল্যের ভারতীয় বিপুল পরিমানে মদ,অস্ত্র গোলাবারুদ ও গবাদি পশুর সহ ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেন।
মঙ্গলবার দুপরে দিনাজপুর সেক্টরের ৪২ ব্যাটলিয়ন অডিটোরিয়ামে ফুলবাড়ী ২৯ ব্যাটলিয়নের আয়োজনে এক প্রেস বিফিংয়ে নিশ্চিত করেন উত্তর পশ্চিম রিজিওনের দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ফয়সাল রহমান।
ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এন এম জাবের বিন জব্বার বলেন –
রংপুর রিজুওয়ানের সকল প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও জনসাধারণের সহায়তায় সীমান্ত সু-রক্ষায় সর্বক্ষণিক দায়িত্ব পালন করে আসছে। আইন-শৃঙ্খলায় বিজিবি কার্যক্রম দ্রুত পদক্ষেপ জনগণের আস্থা অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সেই ধারা বাহিকতায় রংপুর রিজিয়নের ১৬৬৮. ৮৫৪ কিঃ মিটার দ্বায়িত্ব প্রাপ্ত ৪ টি সেক্টরের মধ্যে দিনাজপুর সেক্টর কমান্ডারের আওতাধীন ২৯ ব্যাটলিয়সের বিজিবি কর্তৃক ৪ কোটির অধিক মুল্যের ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার সহ ৪৮ জন আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
সীমান্ত এলাকায় সোহাদ্যপূর্ণ সম্পর্ক রাখতে বিজিবি ও বিএসএফ পর্যায়ে ৪১৩ টি পতাকা বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে এই রিজিওয়নের আর ও ৬ টি বিওপি ক্যাম্প স্থাপন করা হয়েছে। সীমান্ত কার্যক্রমের পাশাপাশি জনকল্যাণমূলক ভূমিকা পালন করে যাচ্ছে বিজিবি।