নারায়ণগঞ্জে মে দিবসের র্যালি ও আলোচনা সভায় বক্তারা/
দেশের অর্থনৈতিক উন্নয়নে মালিক-শ্রমিক যৌথভাবে কাজ করতে হবে
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি:-
মহান মে-দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে র্যালি-আলোচনা সভা ও লাল পতাকা মিছিল হয়েছে।
পহেলা মে বৃহম্পতিবার সকাল ৯টায় শহরের চাষাঢ়া এলাকায় র্যালি বের বিভাগীয় শ্রম দপ্তর এবং এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরির্দশন অধিদপ্তর নারায়ণগঞ্জ অফিসের উদ্যোগে র্যালি বের করা হয়।
র্যালি-আলোচনা সভায় বক্তারা বলেছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নে সরকারকে উদ্যোগী হতে হবে এবং
দেশের অর্থনৈতিক উন্নয়নে মালিক-শ্রমিক যৌথভাবে কাজ করতে হবে। তাহলে দেশের অর্থর্নীতি এগিয়ে যাবে।মালিক-শ্রমিক উভয়ই লাভবান হবেন।
র্যালিটি চাষাঢ়া থেকে শুরু হয়ে শহরের পুরাতন কোর্ট জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে আলোচনা সভায় অংশ নেন। সকাল সাড়ে ৯টায় গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটি মে দিবসে শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল বের করে।
র্যালিতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, বিভাগীয় শ্রম অফিস নারায়ণগঞ্জের পরিচালক আফিফা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, সদস্য সচিব আবু আল ইউসুফ, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুর রহমান ইসমাঈল, বৈষ্ণমবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার আহবায়ক নীরব রায়হান প্রমুখ।
র্যালী শুরু হওয়ার আগে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক বলেন,মে দিবস উপলক্ষে সর্বস্তরের শ্রমিকদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রমিকদের শ্রমে আজকের এই শিল্প বিকশিত হয়েছে।, বাংলাদেশের অর্থনীতি হয়েছে প্রস্ফুটিত। আমরা তাদের এই শ্রমকে সম্মান জানাই। শ্রমিক মালিক মিলে আমাদের যে অর্থনীতি বিকশিত হবে তাতে আমরা একটি উন্নত বাংলাদেশ গড়বো।