নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ।
শনিবার ২৬ জুলাই ২০২৫ খ্রি. অন্তবর্তী কালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেন।
জানা গেছে,পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথমে র্যাব-১১,আদমজীনগর, সিদ্ধিরগঞ্জ পরিদর্শন করেন,অতঃপর নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস্ এ আগমন করেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস্ পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ লাইন্সের মসজিদ প্রাঙ্গণে একটি জলপাই গাছের চাড়া রোপণ করেন। এরপর তিনি পুলিশ লাইন্স ক্যান্টিন, রেশন স্টোর, মোটরযান ও জলযান শাখা, পুলিশ লাইন্স মেস পরিদর্শন করেন। এসময় তিনি অফিসার ও ফোর্সদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং দিক নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে ব্রিফিং করেন।
পরিদর্শনকালে এ কে এম শহিদুর রহমান, অতিরিক্ত আইজিপি, মহাপরিচালক, (ডিজি), র্যাব; রেজাউল করিম মল্লিক, ডিআইজি, ঢাকা রেঞ্জ। প্রত্যুষ কুমার মজুমদার, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ। তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)। তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস্)। ইসরাত জাহান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)। মোঃ সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার(ট্র্যাফিক ও ডিবি । মোঃ হাসিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(ক-সার্কেল)সহ জেলা পুলিশের অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।