কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক বিজয় দিবস উদযাপন ও পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায়ী সংবর্ধনা প্রদান।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি:-গতকাল ১৬ই ডিসেম্বর আন্তর্জাতিক বিজয় দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর ১১৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ম্যানেজিং কমিটির উদ্যোগে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছাত্রীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা ক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । অনুষ্ঠানে স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আফরোজা আক্তার নীলার সভাপতি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি কুতুবপুর ৯ নং ওয়ার্ডের তিন তিনবারের নির্বাচিত মেম্বার আহসানুল্লাহ মেম্বার। ম্যানেজিং কমিটির সদস্য শাওন উল্লাহর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে আর উপস্থিত ছিলেন সমাজ সেবক মীর মুজিবুর রহমান, মীর হুমায়ূন আহমেদ, মীর আশরাফুল হক কৃপণ, অভিভাবক প্রতিনিধি সোহেল আহমেদ, ম্যানেজিং কমিটির সদস্য ও মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি লেখক সাংবাদিক হারুন-অর রশিদ সাগর, স্কুলের শিক্ষিকা শিল্পী আক্তার ,রোমানা আক্তার,ইতি বেগম, শিক্ষক আব্দুল আলিম, সোহেল, সুমন প্রমূখ ।
অনুষ্ঠানে বিদায়ী ছাত্র-ছাত্রীদের মাঝে কলম, জ্যামিতি বক্স, বুক ফাইল প্রদান করা হয় । অতিথি দের বক্তব্যে সকলে বিদায়ী ছাত্র-ছাত্রীদের মঙ্গল কামনা করেন এবং ভবিষ্যতে যাতে তারা আরো অনেক বড় হয় এবং সমাজের উপকারে আসে সেই বিষয়ে পরামর্শ দেন।