নারায়ণগঞ্জের বর্ষীয়ান নাট্য ব্যক্তিত্ব এবং নাট্য ও সংগীত পরিচালক বাহাউদ্দিন বুলু’র মৃত্যুতে মায়ের আঁচল পরিবারের শোক প্রকাশ
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট নিজস্ব রিপোর্ট নিজস্ব প্রতিনিধী:- আজ ৭ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নারায়ণগঞ্জ দেওবগের তাঁর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,, মরহুমের নামাজের জানাজা বাদ আছর শহরের পশ্চিম দেওভোগস্থ তাঁর নিজ এলাকায় অনুষ্ঠিত হবে। প্রিয় এই গুনিজনের মৃত্যুতে মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ(মাআসাপ)বাংলাদেশ এর পক্ষ থেকে গভীরভাবে শোকাহত। সাদা মনের এই মানুষটির বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
জানা গেছে, জনেজন্ নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মায়ের আঁচল সংগঠনের উপদেষ্টা এবং সম্মিলিত নাট্য কর্মী জোটের প্রতিষ্ঠাতা ও আহবায়ক সহ আরো অসংখ্য সাহিত্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে গেছেন তিনি।
মায়ের আঁচল সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি হারুন অর রশিদ সাগর এই গুণী মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করতে গিয়ে খুবই দুঃখের সাথে জানিয়েছেন প্রায় সময়ই মরহুম বাহাউদ্দিন বুলু দাদা আমাকে ফোন করে বিভিন্ন পরামর্শ ও খোঁজখবর নিতেন যেটা বর্তমান সমাজের কথিত আত্মীয়-স্বজনের চেয়েও অনেক উত্তম।
মরহুমের নামাজে জানাজা অদ্য ৭ আগস্ট শনিবার বাদ আসর দেওভোগ চুনকা চেয়ারম্যানের পুরনো বাড়ি সংলগ্ন বাইতুল নূর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমকে পাইকপাড়া বড় কবর স্থানে দাফন করা হবে।
উক্ত জানাজায় সকলকে শরিক হয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করার জন্য সাগর বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।