মায়ের আঁচলের ঈদ পূর্ণমিলনী ও সাংবাদিক সাগরের জন্মদিন পালন অনুষ্ঠান অনুষ্ঠিত
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি:-
মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ মাআসাপ বাংলাদেশ এর পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও মঙ্গলবার ১০ জুন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি , দৈনিক ডেসটিনি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক দেশের আলো পত্রিকার বিভাগীয় সম্পাদক লেখক সাংবাদিক হারুন অর রশিদ সাগর এর জন্মদিন উপলক্ষে গতকাল কুতুবপুর লাকিবাজার মায়ের আঁচল কার্যালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে আলোচনা সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হারুন অর রশিদ সাগর এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ জেলা সভাপতি আনিসুল হক হিরা, সাংবাদিক সাজ্জাদ আহমেদ খোকন, কণ্ঠশিল্পী রিয়ান খান, কবি সাদ্দাম মোহাম্মদ , কবি লেখক ও শিক্ষা-নিবেশ আইনজীবী এস এ বিপ্লব, উজ্জল হোসেন , রাজনৈতিক ব্যক্তিত্ব শফিকুল ইসলাম শফিক, ফারুকুল ইসলাম রাশেদ, মাসুদুর রহমান সোহেল, প্রমুখ।
জন্ম দিন উপলক্ষে সকল কবি সাংবাদিক সাহিত্যিক কণ্ঠশিল্পী সম্পাদক মিলে কেক কাটেন এবং রান্না করা খাবার গ্রহণের মধ্য দিয়ে আনন্দ আড্ডা শেষ করে লেখক হারুন অর রশিদ সাগরে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করেন।
বক্তারা বলেন আজকের এই সাহিত্য আড্ডা ও আলোচনা সভা একটা স্মৃতি হয়ে থাকবে, আমরা কবি সাহিত্যিক সাংবাদিকরা যদি মিল মিশে থাকি তাহলে প্রত্যেকেই প্রত্যেকের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারব ইনশাল্লাহ ।