৭ নভেম্বর শহীদ জিয়া হল প্রাঙ্গণে জাসাসের সমাবেশ।।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর,বিশেষ প্রতিনিধি:-নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার বিকেল ৩টায় চাষাঢ়াস্থ শহীদ জিয়া হল প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতা ও দৈনিক দেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিসুল ইসলাম সানি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি বিএনপি নেতা এড. সরকার হুমায়ূন কবীর, বিএনপি নেতা এড. জাকির হোসেন, আব্দুস সবুর খান সেন্টু প্রমুখ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা জাসাস এর সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।
সভাপতিত্ব করবেন মহানগর জাসাস এর সভাপতি ও দৈনিক অগ্রবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ হারুন অর রশিদ স্বপন চৌধুরী। পরিশেষে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।