দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বাগপুর গ্রামে জমি দখল করার পায়তারা করার চেষ্টায় মারপিটের ঘটনায় আহত -০১।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,মাহবুব হোসেন মেজরের:-
দিনাজপুরের চিরিরবস্দর উপজেলার বাগপুর গ্রামের অসহায় কৃষক মজিবর রহমানের ছেলে মোঃ জুয়েল ইসলামের জমি দখল করাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় ভূমি দস্যু সমাজ উদ্দীর,রফিকুল ও জিয়ারুল সহ ১০/১২ জন দাঙ্গাবাহিনী কুপিয়ে গুরতর আহত করেছেন। আহত মোঃ জুয়েল ইসলাম দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে মোঃ জুয়েল হোসেন বাদী হয়ে চিরির বন্দর থানায় সমাজ উদ্দীন, রফিকুল, জিয়াউর, একটি রুবেল, বেলাল, আল- আমিন, অশিদুল, আব্দুল ণতিফ, খয়রাত, আব্দুর আজিজ, রহিম সহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।