দিনাজপুরের হাকিমপুর উপজেলচর বলরামপুর গ্রামে বিল্ডিং ঘর নির্মান করাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় আহত- ২
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরেরর হাকিমপুর উপজেলার খট্রা গ্রামে বসত বাড়ীর পার্শ্বে শাহাজান আলী ব্লিডিং ঘর নির্মান করাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় শাহাজান আলীর বৃদ্ধা বাবা লেকমান হাকিম ও বৃদ্ধা লোকমান হাকিমের ছোট ছেলে সাজু মিয়া গুরতর আহত হয়েছেন।
আহত বৃদ্ধা ও বৃদ্ধার ছোট ছেলে সাজু মিয়া হাকিমপুর স্বাস্হ্য কমপ্লেক্সয়ে ভর্তি হয়। পরে তাহাদের অবস্হা খুবই আশংকাজনক ভেবে বৃদ্ধা ও তাহার ছোট ছেলে কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
বর্তমানে বৃদ্ধা লোকমান হাকিমপুর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আই সি ওতে মৃত্যুর সংগে পান্জা লড়ছে।
এবিষয়ে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান এশিয়ান টিভিকে জানান অভিয়োগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে দোষি ব্যাক্তিদের আইনগত ব্যাবস্হা গ্রহন করা হবে।
এ বিষয়ে মোঃ শাহজাহান আলী বাদী হয়ে হাকিমপুর থানায় মোছাঃ নাজমুন নাহার রুজি, জামাল উদ্দীন, মিলন মন্ডল, মতিন সোহান সহ ৫ জন ও অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।