নারায়ণগঞ্জের রূপগঞ্জ ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণের দগ্ধ তিনজনের আশঙ্কা জনক অবস্থা
হারুন অর রশিদ সাগর,নারায়ণগঞ্জ প্রতিনিধি :-
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিন জন দগ্ধ হয়ে তিনজনই আশঙ্কাজনক অবস্থায় আছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, ডাইংকের হিসাবরক্ষক সাইফুল, নিরাপত্তা প্রহরী কবির ও হান্নান।দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ জানায়, রাতের নাইট ডিউটি শেষে সকাল ৮টার দিকে শ্রমিকরা চলে যাওয়ার ঠিক পরপরই তিতাস গ্যাস সংযোগের আরএমএস রুমে গ্যাসের অতিরিক্ত চাপে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং আগুন ধরে যায়। এ সময় নিরাপত্তাকর্মীসহ তিনজন দগ্ধ হন।
ঘটনার পরপরেই কারখানায় দায়িত্বে থাকা টেকনিশিয়ান ও অন্যান্য নিরাপত্তাকর্মীরা দ্রুত গ্যাসের চাবি বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দগ্ধ তিনজনকে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে তিনজন দগ্ধ এসেছিল। এদের মধ্যে একজনের ৫৩ শতাংশ, একজন ৪০ শতাংশ এবং আরেকজন ৩৪ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনের শ্বাসনালী পুড়ে গেছে এবং তিনজনেই আশংকাজনক অবস্থায় আছে।’
এই ঘটনায় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘মে দিবস উপলক্ষে সব প্রতিষ্ঠান বন্ধ থাকায় গ্যাসের চাপ ছিলো অনেক। সেই কারনেই জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণটি হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এতে তিনজন দগ্ধ হয়েছে। ফায়ারসার্ভিস যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
বিস্ফোরণ ও আগুনের তীব্রতায় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসে। আগুনে কারখানার কিছু কাপড় ও আসবাবপত্র পুড়ে যায়। ক্ষয়ক্ষতি কেমন হবে সেটা এখনো জানা যায়নি।