২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ । মায়ের আঁচল রিপোর্ট রিয়া গোপ স্টেডিয়ামের পাশে অজ্ঞাত যুবকের লাশ। মায়ের আঁচল রিপোর্ট সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা জুলাইয়ে শহীদদের খোঁজখবরে নারায়ণগঞ্জে। মায়ের আঁচল রিপোর্ট দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বাগপুর গ্রামে জমি দখল করার পায়তারা করার চেষ্টায় মারপিটের ঘটনায় আহত -০১। মায়ের আঁচল রিপোর্ট দিনাজপুরের হাকিমপুর উপজেলচর বলরামপুর গ্রামে বিল্ডিং ঘর নির্মান করাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় আহত- ২। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ আইন কলেজে এলএল.বি পরীক্ষা ২০২২ সালের মুটকোর্ট ট্রায়াল ও ভাইভা ভোসি সমাপ্ত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মাসুদ- পন্টি প্যানেল বিজয়ী। মায়ের আঁচল রিপোর্ট নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম আরজু ও সদস্য সচিব এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ। মায়ের আঁচল রিপোর্ট সাভারের সাবেক ইউপি চেয়ারম্যানের কারাগারে আত্মহত্যা।। মায়ের আঁচল রিপোর্ট মায়ের আঁচলের ঈদ পূর্ণমিলনী ও সাংবাদিক সাগরের জন্মদিন পালন অনুষ্ঠান অনুষ্ঠিত ।।

নারায়ণগঞ্জ আইন কলেজে এলএল.বি পরীক্ষা ২০২২ সালের মুটকোর্ট ট্রায়াল ও ভাইভা ভোসি সমাপ্ত। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, নারায়ণগঞ্জ
  • Update Time : বুধবার, জুলাই ২, ২০২৫,
  • 5 Time View

নারায়ণগঞ্জ আইন কলেজে এলএল.বি পরীক্ষা ২০২২ সালের মুটকোর্ট ট্রায়াল ও ভাইভা ভোসি সমাপ্ত।

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট ফাতেমা আক্তার মাহমুদা ইভা ঢাকা, নিজস্ব প্রতিনিধি:-জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নারায়ণগঞ্জ আইন কলেজের এলএলবি শেষ পর্ব পরীক্ষা ২০২২ইং সালের মুটকোর্ট ট্রায়াল ও ভাইভা ভোসি সমাপ্ত হয়েছে। ২৪ শে মে (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যম্ত মুটকোর্ট ট্রায়াল ও ভাইভা ভোসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ আইন কলেজের প্রিন্সিপাল এডভোকেট সাখাওয়াত হোসেন ভূঁইয়া। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি,নারায়ণগঞ্জ বার কাউন্সিলের সভাপতি এডভোকেট হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান,,মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ আইন কলেজের ভাইস প্রিন্সিপাল এডভোকেট সালাউদ্দিন সবুজ, প্রভাষক এডভোকেট রাসেল প্রধান, অ্যাডভোকেট নজিবুল্লাহ বিপু সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ঐ দিন সকল পরীক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে মুটকোট ট্রায়াল ও ভাইভা ভোসি পরীক্ষা সাফল্য মন্ডিত করেন।

নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালত এর বর্তমান আইনজীবী সমিতির সভাপতি মোঃ হুমায়ুন কবির। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন। আসন্ন ২৪মে ২০২৫ ইং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ ল কলেজের এল এল বি শেষ পর্ব পরীক্ষা ২০২২ ইং এর ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয় ।উক্ত পরীক্ষায় সকল পরীক্ষার্থীদেরকে অংশগ্রহণের জন্য শুভেচ্ছা জানাই।

পরিদর্শনে শেষে মহানগর মহাসচিব টিপু সাথে সাক্ষাৎ করেন অধ্যক্ষ্য ও ছাত্র-ছাত্রীরা।তারপর সবাই মিলে ছবি তুলে আনন্দগন পরিবেশ সৃষ্টি করে।

উক্ত সময় দুপুরের পরে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সভাপতি খন্দকার মোঃ সাদ্দাম হোসেন এবং সদস্য সচিব ফজলে রাব্বি মহিউদ্দিন।

নারায়ণগঞ্জ আইন কলেজের নেত্রী শিক্ষার্থী ফাতেমা আক্তার মাহমুদা ইভা বলেন, আমাদের আইন বিষয়ে শিক্ষা জীবনের একটি অধ্যায় শেষ করতে ফিরেছি। মহান আল্লাহ তাআলার দরবারে আদায় করি শুকরিয়া আলহামদুলিল্লাহ।আমরা আমাদের শিক্ষকবৃন্দ, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্খী, বন্ধুমহল, সহপাঠীদের কাছে কাছে দোয়া চেয়ে বলছি আগামী জীবনের অধ্যায়গুলো যেন আমরা সুন্দর আদর্শ জীবন,মহানুভর্তিতা, উধারনতা এবং মানবিকতা বজায় রেখে নিজের দেশের সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য আইনি বিষয়ে কাঙ্খিত সেবা দিতে পারি মহান আল্লাহ যেন আমাদেরকে সেই জ্ঞান বুদ্ধি কলাকৌশল হিকমত দান করেন এটাই প্রত্যাশা করি আমিন ছুম্মা আমিন।
আরো একটি বিষয়ে বললি যে,আমাদের শিক্ষকদের ঋণ আমরা কখনোই পরি শোধ করতে পারবো না।তাদের আপ্রাণ প্রচেষ্টায় আমরা আইন বিষয় উপলক্ষে শিক্ষকদের নিকট আমাদের যা চেয়েছি তা আমাদের শিক্ষা বিষয়ে তারা সব সময় দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন এবং মন উজার করে দিয়েছেন। পাশাপাশি আমাদের অভিভাবকগণ আমাদেরকে সার্বিক দিক দিয়ে সাপোর্ট দিয়ে আমাদের মনোবলকে চাঙ্গা রেখেছিলেন।পাশাপাশি তাদের ঋণও আমরা কোনদিন পরিশোধ করতে পারবো না যারা আমাদের হিতাকাঙ্খী, শুভাকাঙ্ক্ষী, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসার চিরদিন থাকবে ইনশাআল্লাহ। কারণ তারা আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। দিকনির্দেশনা দিয়ে মনের মাঝে অনুপ্রেরণা জাগিয়ে তুলেছেন।
শিক্ষার্থীদের
এলএলবি শেষ পর্ব পরীক্ষা২০২২ইং সালের পরীক্ষার্থী নেত্রী ফাতেমা আক্তার মাহমুদা ইভা আরো বলেন,
নারায়ণগঞ্জ বার এর সভাপতি হুমায়ুন কবিরের কাছে আবেদন করে তিনি বলেন, আমাদের কলেজের কিছু কিছু সমস্যা রয়েছে সেগুলোর সমাধানের জন্য আপনার একান্ত সহযোগিতা প্রয়োজন।
তিনি আরো বলেন, আমরা ডিসি স্যার এর কাছে গিয়েছিলাম সেখানে আমাদের সমস্যা সমাধানের আবদার গুলো বলেছিলাম তারপর কলেজে ডিসি স্যার পরিদর্শন করে নলকূপ ও বাথরুমের ব্যবস্থা করেন।
তিনি বক্তব্যে, জোড়ালো দাবি জানিয়ে বলেন, যত দূত সম্ভব কলেজের আপনারা আমাদের কলেজ এর বহু পুরাতন ভবন জড়াজীর্ণ।ভবনের উপরে ছাদের আস্তর খষে খষে পড়ছে।এর ফলে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।আমাদের জোড়ালো দাবি আপনাদের প্রতি যে,দূত এই জরাজীর্ণ ভবনটি ভেঙে নতুন একটি ভবন প্রতিষ্ঠা করা।
এজন্য সকলের কাছে আমাদের ভবিষ্যৎ জীবন যেন উজ্জ্বল করতে পারি সেজন্য দোয়া চাচ্ছি।
এ সময় আরো অনেক ছাত্রছাত্রী তাদের ভাইবার অভিজ্ঞতা কথা
প্রকাশ করেন।
ইতিপূর্বে আমাদের প্রিয় শিক্ষক দের মধ্য থেকে একদল শিক্ষক গত ১৩ মঙ্গলবার আমাদেরকে আদালত বিষয় সম্মুখ ধারণা দেওয়ার জন্য আদালতের বিভিন্ন দপ্তর চিনা এবং বুঝার জন্য গত ১৩ মে (মঙ্গলবার) সকাল ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত তাদেরকে সহযোহিতা করেন নারায়ণগঞ্জ আইন কলেজের ভাইস প্রিন্সিপল এড. সালাউদ্দিন সবুজ, প্রভাষক এড. রাসেল প্রধান।

এড. সালাউদ্দিন সবুজ এবং এড. রাসেল প্রধান এ সময় জানান, আমরা আজকে সারাদিন তাদেরকে ম্যাজিষ্ট্রেট কোর্ট এবং জজ কোর্ট এর কার্যক্রম, জিআর সেকশন, পিআর সেকশন কিভাবে করতে হয় আমরা সেগুলো তাদেরকে পরিদর্শন করিয়ে দেখিয়েছি। তারা যাতে করে ভাইবা পরীক্ষায় ভালো করে আইন পেশায় ভালো কিছু করতে পারে সেজন্য তাদেরকে এখানে নিয়ে আসা। আমরা তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।নারায়ণগঞ্জ আইন কলেজের নজিবুল্লাহ দিপু সহ নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালতের
বিভিন্ন দপ্তর কার্যক্রম সম্পর্কে অবগত করেন নারায়ণগঞ্জ অ্যান্ড কলেজের শিক্ষক।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পরীক্ষার্থীদের মধ্যে থেকে৷ লিজা , প্রশান্ত, শাওন, স্মৃতি মোবারক শান্তা, মনিকা, মারিয়া, লিজা, হীরা , লতা, রুমা, মনিরা প্রশান্ত , জাহিদুল, শুভ, সানজিদা, পূজা , শশী, আখি,বিউটি সহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category