নারায়ণগঞ্জে স্কুলভবন ধস, প্রকৃতভাবে যা ঘটেছিল
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট হারুন অর রশিদ সাগর , বিশেষ প্রতিনিধি:-
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে একটি প্রথম সারির জাতীয় গণমাধ্যমের ফেসবুক পেইজে ভিডিও প্রচার করা হয় যে স্কুল ভবনে ফাটল ধরেছে এবং ভবন ধসে পড়ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে,নারায়ণগঞ্জের ফতুল্লায় বক্তাবলী কানাইনগর সোবহানিয়া স্কুল অ্যান্ড কলেজের ভবন ধসে পড়েছে এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ অপপ্রচার ও গুজব বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
আসলে প্রকৃতপক্ষে যা ঘটেছিল ভবনে কোনো ফাটল ধরেনি বা ধসেও পড়েনি। কেবল বিদ্যুতের মিটারে আগুন ধরে সেটি পুড়ে যায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে মিটার পরিবর্তন করা হয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে স্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষক আব্দুল মান্নান মিডিয়াকে বলেন, ‘২৫ সেপ্টেম্বর সকাল থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। সকাল সাড়ে দশটার দিকে চারতলা ভবনের নিচতলায় প্রধান ফটকের বাইরে বিদ্যুতের মিটারে শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। শব্দ ও ধোঁয়া বের হলে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই দ্রুত মাঠে অবস্থান নেয়।
প্রধান শিক্ষক আরো বলেন আগুনে শুধু মিটার পড়েছে ভুবনে কোন ফাটল ধরেনি বা দোষেও পরেনা এ বিষয়ে যা প্রচার করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ও গুজব
তিনি আরও বলেন, ‘আগুন লাগার প্রায় চার মিনিটের মধ্যে বিদ্যালয়ের নিজস্ব বৈদ্যুতিক মিস্ত্রী বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিলে আতঙ্ক কেটে যায়। পরে ডিপিডিসির কর্মীরা এসে মিটার পরিবর্তন করে দেয়। ভবনের কোনো ক্ষতি হয়নি।