
রংপুর রেঞ্জ ডিআইজি কর্তৃক পুলিশ অফিস, দিনাজপুর-এর বার্ষিক পরিদর্শন করেন।।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট,মাহবু্ব হোসেন মেজর,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
আজ ১২ নভেম্বর রংপুর রেঞ্জ ডিআইজি মেঃনআমিনুল ইসলাম দিনাজপুর পুলিশ অফিসের বার্ষিক পরিদর্শন করেন।
রেঞ্জ ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ে আগমন করলে দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন তাঁহাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
গার্ড অব অনার শেষে ডিআইজি পুলিশ অফিসের বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন, দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং অফিসে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দিনাজপুর জেলা পুলিশের সার্বিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও দক্ষতার সঙ্গে সম্পাদনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে রেঞ্জ ডিআইজি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আনোয়ার হোসেন, দিনাজপুরসহ জেলা পুলিশের অন্যান্ন কর্মকর্তাবৃন্দ উপস্হিত ছিলেন।