
সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে অপ্রীতিকার ঘটনা ঠেকাতে সকল দপ্তর কে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন- স্বরাষ্ট্র উপদেষ্টা
হারুন অর রশিদ সাগর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:-
সোমবার ২২ সেপ্টেম্বর সকাল ১১ টায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) নারায়ণগঞ্জের পূজা মণ্ডপ পরিদর্শন সহ আইন-শৃঙ্খলা বিষয়ে সভা করেন ।
স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জের পূজা মন্ডপ পরিদর্শন সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির মত বিনিময় সভা করার উদ্দেশ্যে প্রথমে নারায়ণগঞ্জ সার্কিট হাউসে প্রবেশ করার পর সেখানে তাকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া ও নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন ডাক্তার এ এবং এম মশিউর রহমান সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে গার্ড অফ অনার প্রদানের মাধ্যমে রিসিভ করেন
সেখান থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জ মিশন পাড়া রামকৃষ্ণ মন্দির সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এর সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী দূর্গা পুজা উপলক্ষ্যে কোন স্বার্থান্বেষী মহল যাতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে অপ্রতিকার ঘটনা না ঘটাতে পারে সেজন্য সকল দপ্তর সজাগ থাকার নির্দেশনা প্রদান করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় প্রশাসন নিরপেক্ষ থেকে সকল দায়িত্ব পালনের আহবান জানান। তিনি নারায়ণগঞ্জ জেলায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেফতারের ক্ষেত্রে পুলিশ র্যাব সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকরী ভূমিকা পালনেরও নির্দেশনা প্রদান করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল-৪ পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, ৬২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এস এম সালাউদ্দিন চৌধুরী, রেব -১১ এর অধিনায়ক লেঃ কর্নেল এসএম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ জেল সুপার ফোরকান ওয়াহিদ , নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ এএফএম মশিউর রহমান উপস্থিত ছিলেন।
