
হাকিমপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন।।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট, মাহবুব হোসেন মেজর,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
রবিবার ১৪ ডিসেম্বর সকাল ১১টায় হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও আলোচনা সভা উপজেলা সভা কক্ষে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময়ে উপস্হিত ছিলেন হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ আরজেনা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শফিউল ইসলাম। উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মাসুদ রানা,,উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ সাখাওয়াত হোসেন, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, জানালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ কাওছার পারভিন লিপি, হাকিমপুর উপজেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।
অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন বাংলা হিলি (মডেল-১)সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মহিদুল ইসলাম।