ফাগুনের আগমন
এস এম আলমগীর হোসেন
শীত শেষে ফিরে এলো ফাগুন
ভোমর টা নেচে গায় গুনগুন,
বিহান বেলায় পাখির কিচিমিচি ডাক
আনন্দে সবে হয় মশগুল।
ফাগুনে বনে বনে মুকুলে মুকুল
নদীর দুই কুলে কুলে হাসে কাশ ফুল,
কৃষকের কাজে কাজে কেটে যায় বেলা
ফাগুনে শিমুল বন লালে লালে ভরা।
ফাগুনে কোকিলের কুহু কুহু ডাক
মধু আহরণে ছোটে মৌমাছির ঝাক,
ফালগুনে প্রক্রতি নতুন রুপে সাজে
জড়োতা ছেড়ে সবে দুরন্ত জাগে।