২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নারায়ণগঞ্জে” গ্রীন এন্ড ক্লিন,, কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত।। মায়ের আঁচল রিপোর্ট নাটকীয়তার মধ্য দিয়ে সাবেক মেয়র আইভি গ্রেফতার/হত্যা মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের নবজাতকের জন্য ৪ শয্যা বিশিষ্ট আইসিইউর উদ্বোধন।। মায়ের আঁচল রিপোর্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা।। মায়ের আঁচল রিপোর্ট মায়ের আঁচল এর উপদেষ্টা কবি,গীতিকার এবং ছড়া ও ছন্দের মানুষ এম.আর. মনজু’র ৬৯ জন্মদিন।। দৈনিক মায়ের আঁচল রিপোর্ট মায়ের আঁচল এর  ঈদ সামগ্রী বিতরণ সম্পূর্ণ হয়েছে।। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন।। মায়ের আঁচল রিপোর্ট আলোচিত হকার জুবায়ার হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন দিয়েছে নারায়ণগঞ্জ আদালত ।। মায়ের আঁচল রিপোর্ট সন্ত্রাসীদের হামলায় আহত দুই সাংবাদিকের খোঁজখবর ও দুঃখ প্রকাশ করেন নারায়ণগঞ্জ জেলা ডিসি।। মায়ের আঁচল রিপোর্ট গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ এর অংশ হিসেবে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অবৈধ বাস কাউন্টারকে ৮ হাজার টাকা জরিমান। মায়ের আঁচল রিপোর্ট।

নারায়ণগঞ্জে” গ্রীন এন্ড ক্লিন,, কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত।। মায়ের আঁচল রিপোর্ট

Reporter Name
  • Update Time : শনিবার, মে ১০, ২০২৫,
  • 0 Time View

গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত।

হারুন অর রশিদ সাগর, দৈনিক মায়ের আঁচল রিপোর্ট।

নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্ব সেরা” স্লোগানে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির উদ্বোধন হয়েছে।
শনিবার ১০ মে বেলা ১২ টা থেকে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বহুল প্রতীক্ষিত ও আলোচিত “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানের নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা’র সভাপতি উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যক্রমের প্রশংসা করেন এবং “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচিকে একটি সময়োপযোগী ও সুদূরপ্রসারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি নদী রক্ষায় সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র‍্যালি করা হয়, যা নগরবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করে। র‍্যালি শেষে বকুল গাছ রোপণের মাধ্যমে পরিবেশের প্রতি ভালোবাসার প্রতীক স্বরূপ একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়। এরপর বেলুন উড়িয়ে “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির শুভ সূচনা ঘোষণা করা হয়।

একই সময় জেলার ১৪টি নির্ধারিত স্থানে একযোগে প্রায় ১০,০০০ গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

আলোচনা সভা শেষে তিনি কেন্দ্রীয় ঈদগাহের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পানাম নগর ও সার্কিট হাউজ চত্বরে নির্মিত নতুন ফোয়ারা উদ্বোধন করেন। দিনব্যাপী কর্মসূচির পরিশেষে বিভাগীয় কমিশনার মহোদয় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা শাখার কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং কর্মদিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডাঃ এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) মোঃ ‍নূর কুতুবুল আলম, আনসার ও ভিডিপি, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল, গণপূর্ত, সড়ক ও জনপদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক অধ্যাপক মো: মামুন মাহমুদ, বাংলাদেশ জাতীয়তাবাদী নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক এডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব এডভোকেট মো: আবু আল ইউসুফ খান টিপু,
বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় কমিটি(শূরা সদস্য)মওলানা মো: মঈনুদ্দিন আহমদ,
সভাপতি, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, নারায়ণগঞ্জ মো: মোস্স্তাফিজুর রহমান দিপু ভূইয়া,
সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর মুফতি মাসুম বিল্লাহ, সমন্বয়কারী তরিকুল সুজন, গণসংহতি আন্দোলন,নারায়ণগঞ্জ জেলা, সভাপতি গণঅধিকার পরিষদ, নারায়ণগঞ্জ জেলা ইঞ্জিনিয়ার মো: নাহিদ, আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ শাখা নিরব রায়হান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব, মোহাম্মদ জাবেদ আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা, গণমাধ্যমকর্মীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই কর্মসূচি নারায়ণগঞ্জ জেলাকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।


Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category