নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলায় ইসলামী আন্দোলনের নেতাদের কুপিয়ে জখম করেছে।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি:-
নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর ৯ নং ওয়ার্ড লামাপাড়া এলাকায় সোমবার ১২ মে রাতে মাদক ব্যবসা ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার জের ধরে দুর্বৃত্তরা ইসলামী আন্দোলনের নেতাদের কুপিয়ে জখম করেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দরা জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সামাজিক অপরাধ, মাদক ব্যবসা এবং চাঁদাবাজির সহ যে কোন অনৈতিক কাজের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল আছে থাকবে । এজন্য তাদের উপর প্রতিশোধ মূলক আজকের এই নৃশংস হামলার ঘটনা ঘটিছে বাংলাদেশের নব্য চাঁদাবাজ এবং স্থানীয় অপরাধী চক্র।
নৃশংস এই হামলায় আহতরা হলেন-ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ৯নং ওয়ার্ডের উপদেষ্টা মুহাম্মাদ আলমগীর হোসেন, সহ-সভাপতি মোশাররফ হোসেন এবং সেক্রেটারি আবুল বাশারসহ ৫-৭ জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল এবং নারায়ণগঞ্জ শহরে খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ মোঠো ফোনে নৃশংস এ হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি বলেন।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক ডা.আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে এঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন।
একই সঙ্গে তারা সকল সচেতন নাগরিক ও সংগঠনের প্রতি এই ধরনের নেককারজনক অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ধরনের হামলায় ভীতসন্ত্রস্ত না।