নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান ২শ’ ১২টি পরিবারকে আড়াই কোটি টাকা অনুদান
হারুন অর রশিদ সাগর,নারায়ণগঞ্জ :- নারায়ণগঞ্জে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে গতকাল বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থানে আহত ২শ’ ১২টি পরিবারকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। এছাড়াও অভ্যুত্থানে শহীদ চারটি পরিবারকে অনুদান ১০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেয়া হয়।
আনুষ্ঠানিকভাবে তাদের এ অনুদানের এ চেক তুলে দেন জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।
জেলা প্রশাসকের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ আ ফ শ মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসেন, মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খাঁন, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খাঁন টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা মঈনউদ্দিন আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর আমীর মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলার সভাপতি নীরব রায়হান, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদের আত্মার মতো আর কামনা করছি এবং যারা আহত হয়েছে আমি খুবই দুঃখিত এবং মর্মাহত। দৈনিক আমাকে পেরা দেয় । সেই লক্ষ্যে তাদের জন্য কি করা যায় ! তাই আজ আহত ২শ’ ১২টি পরিবারের প্রত্যেককে সি ক্যাটাগরির যোদ্ধা হিসেবে এক লাখ টাকা করে দুই কোটি ১২ লাখ টাকা। এবং শহীদ চারটি পরিবারের প্রত্যেককে ১০ লাখ টাকা সঞ্চয়পত্র তুলে দেয়া হচ্ছে।