নারায়ণগঞ্জ বন্দরে চুরি করতে গিয়ে জনতার হাতে একজনে মৃত্যু
হারুন অর রশিদ সাগর,নারায়ণগঞ্জ
বুধবার রাত আনুমানিক দুইটায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বারপাড়া এলাকায় বাহরাইন প্রবাসী বিল্লাল হোসেনের বাড়িতে চুরি করতে গণপিটুনিতে একজন নিহত হয়েছে।
নিহতের নাম রাহিম (২২)। বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, বুধবার রাত আনুমানিক দুইটার সময় প্রবাসী বিল্লাল হোসেনের বাড়িতে চুরি করার জন্য প্রবেশ করে রাহিম। এসময় বিল্লালের স্ত্রী হাবিবা টের পেয়ে গেলে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে চুরি করতে আসা রাহিম (২২) কে আটক করে গণধোলাই দেয়। পরবর্তীতে বন্দর থানায় ফোন দিলে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সেখানে চিকিৎসাধিন অবস্থায় বুধবার সকাল ১০টায় মৃত্যুবরণ করে রাহিম। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।