১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এক কোটি সাড়ে চার লক্ষ টাকার নকল জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্পসহ ০২ জন আসামি গ্রেফতার। মায়ের আঁচল রিপোর্ট গভীর রাতে শীতার্ত অসহায় ও দুস্থদের পাশে কম্বল নিয়ে জেলা প্রশাসক রায়হান কবির। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জে বন্দরে স্কুল ছাত্রী আকলিমা নিখোঁজের ১৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার । মায়ের আঁচল রিপোর্ট মহান বিজয় দিবসে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র চাষাড়া বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি । মায়ের আঁচল রিপোর্ট কুতুবপুর ১১৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয় দিবস উদযাপন ও পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ আড়াইহাজারে ভোটকেন্দ্র পরিদর্শনে ডিসি রায়হান কবির। মায়ের আঁচল রিপোর্ট হাকিমপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন। মায়ের আঁচল রিপোর্ট হাকিমপুরে কৃষিঅফিসের উদ্যোগে বিনামূল্যে কৃষি বীজ ও সার বিতরন । মায়ের আঁচল রিপোর্ট ফুলবাড়ী ২৯ বিজিবি) কর্তৃক এক মাসে ৪কোটি অধিক মুল্যের ভারতীয় মাদক দ্রব্য অস্ত্র গোলা বারুদ গবাদি পশু সহ বিভিন্ন মালামাল উদ্ধার।। ৪৮ জন আসামী গ্রেফতার। মায়ের আঁচল রিপোর্ট হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নাঃগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা। মায়ের আঁচল রিপোর্ট

এক কোটি সাড়ে চার লক্ষ টাকার নকল জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্পসহ ০২ জন আসামি গ্রেফতার। মায়ের আঁচল রিপোর্ট

হারুন অর রশিদ সাগর, ঢাকা নারায়ণগঞ্জ
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫,
  • 1 Time View

এক কোটি সাড়ে চার লক্ষ টাকার নকল জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্পসহ ০২ জন আসামি গ্রেফতার

দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

২৫ ডিসেম্বর ২০২৫ খ্রি. (বৃহস্পতিবার) বিকেল আনুমানিক ০৪.১৫ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নির্দেশনা মোতাবেক সিদ্ধিরগঞ্জ থানার একটি চৌকস আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক বাস স্ট্যান্ডের অনুমান ১৫০ গজ দক্ষিণে পঁচা বল সাবান ফ্যাক্টরীর পূর্ব-উত্তর কোণে মৃত এমদাদুল হকের মালিকানাধীন ২য় তলা বিশিষ্ট বিল্ডিং-এর নিচ তলার সিঁড়ির পশ্চিম পার্শ্বে রুমে অভিযান পরিচালনা করে-
১) ৫০০/- টাকা মূল্যের নকল রেভিনিউ স্ট্যাম্প ৩০ পাতা, মোট ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা, (২) ১০/- টাকা মূল্যের নকল রেভিনিউ স্ট্যাম্প ৩৫৫০ পাতা, মোট ৭১,০০,০০০/- (একাত্তর লক্ষ) টাকা, (৩) ১০০/- টাকার নকল ননজুডিসিয়াল স্ট্যাম্প ৫ পাতা, যার মূল্য ৫০০/- (পাঁচশত) টাকা, (৪) ৫০/- টাকার নকল ননজুডিসিয়াল স্ট্যাম্প ৫ পাতা, যার মূল্য ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা, (৫) ৩৫,০০০ (পঁয়ত্রিশ হাজার) পাতা নকল কার্টিজ পেপার, যার মূল্য অনুমান ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, (৬) ২টি নকল ননজুডিসিয়াল স্ট্যাম্প তৈরীর টিনের ছাপা প্লেট, (৭) ৪টি নকল ৫০/- টাকা মূল্যের ননজুডিসিয়াল স্ট্যাম্প তৈরীর টিনের ছাপা প্লেট, (৮) ১৫টি নকল ১০০/- টাকা মূল্যের ননজুডিসিয়াল স্ট্যাম্প তৈরীর টিনের ছাপা প্লেট, (৯) ০২টি নকল ৫০০/- টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প তৈরীর টিনের ছাপা প্লেট, (১০) ১০টি নকল ১০/- টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প তৈরীর টিনের ছাপা প্লেট, (১১) ০১টি নকল ২০/- টাকা মূল্যের কোর্ট ফি তৈরীর টিনের ছাপা প্লেট, (১২) ০৩টি রংয়ের টিনের গোলাকৃতির কৌটা, যার প্রতিটির গায়ে Offset Ink, TOKA HG সহ বিভিন্ন লেখা আছে, (১৩) ৩টি রংয়ের টিনের গোলাকৃতির কৌটা, যার প্রতিটির গায়ে DAIHAN Ink, DG সহ বিভিন্ন লেখা আছে, (১৪) ৩টি রংয়ের টিনের গোলাকৃতির কৌটা, যার প্রতিটির গায়ে PRIDE 50 সহ বিভিন্ন লেখা আছে এবং (১৫) ২টি সিঙ্গেল কালার মেশিন উদ্ধার করে। জব্দকৃত মালামাল জব্দ করে ১। মোঃ মিন্টু খান (৩২), পিতাঃ মোঃ আলমাস খান, স্থায়ী সাং- এস্তাজ মোল্লার ডাঙ্গী, থানাঃ চরভদ্রাসন, জেলাঃ ফরিদপুর, বর্তমান সাং- মৌচাক স্ট্যান্ড, থানাঃ সিদ্ধিরগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ; ২। মুন্না ইসলাম মিকাইল (২২), পিতাঃ মোঃ কামাল মিয়া, মাতাঃ মোসাঃ মিনা বেগম, স্থায়ী সাং- রূপাপাত, থানাঃ বোয়ালমারী, জেলাঃ ফরিদপুর, বর্তমান সাং- মৌচাক স্ট্যান্ড, থানাঃ সিদ্ধিরগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা ও পলাতক আসামি ৩। মোতাহার @ সবুজ (৩২), পিতাঃ সাইফুল ইসলাম @ সাইফুল্লাহ, মাতাঃ মোসাঃ শেফালী বেগম, স্থায়ী সাং- রূপাপাত, থানাঃ বোয়ালমারী, জেলাঃ ফরিদপুর, বর্তমান সাং- মৌচাক স্ট্যান্ড, থানাঃ সিদ্ধিরগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ এর সহায়তায় উক্ত কারখানাটি ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ নকল নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প বানিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ০২ জন ও পলাতক আসামি ০১ জনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের 25 A/25 A(b)/25 A(c) ধারায় সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, এজাহারনামীয় আসামিদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর রূপনগর থানায় ১৯৭৪ বিশেষ ক্ষমতা আইনে রুজুকৃত মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category