২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুতুবপুর ১১৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয় দিবস উদযাপন ও পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নারায়ণগঞ্জ আড়াইহাজারে ভোটকেন্দ্র পরিদর্শনে ডিসি রায়হান কবির। মায়ের আঁচল রিপোর্ট হাকিমপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন। মায়ের আঁচল রিপোর্ট হাকিমপুরে কৃষিঅফিসের উদ্যোগে বিনামূল্যে কৃষি বীজ ও সার বিতরন । মায়ের আঁচল রিপোর্ট ফুলবাড়ী ২৯ বিজিবি) কর্তৃক এক মাসে ৪কোটি অধিক মুল্যের ভারতীয় মাদক দ্রব্য অস্ত্র গোলা বারুদ গবাদি পশু সহ বিভিন্ন মালামাল উদ্ধার।। ৪৮ জন আসামী গ্রেফতার। মায়ের আঁচল রিপোর্ট হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নাঃগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা। মায়ের আঁচল রিপোর্ট হাকিমপুর প্রেস ক্লাবের আয়োজনে হিলি দক্ষিণ বাসুদেবপুর সরঃ প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত। মায়ের আঁচল রিপোর্ট নাঃগঞ্জে  আন্তর্জাতিক ও জাতীয়  প্রতিবন্ধী দিবসে বর্ণাঢ্য র‌্যালি , উপকরন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত । মায়ের আঁচল রিপোর্ট বহুলকাঙ্খিত কদমরসুল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন। মায়ের আঁচল রিপোর্ট সিদ্ধিরগঞ্জের সরকারী দপ্তর পরিদর্শনে নাঃগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির। মায়ের আঁচল রিপোর্ট

মায়ের আঁচল এর উপদেষ্টা কবি,গীতিকার এবং ছড়া ও ছন্দের মানুষ এম.আর. মনজু’র ৬৯ জন্মদিন।। দৈনিক মায়ের আঁচল রিপোর্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ৬, ২০২৫,
  • 161 Time View

মায়ের আঁচল এর উপদেষ্টা কবি,গীতিকার এবং ছড়া ও ছন্দের মানুষ এম.আর. মনজু’র ৬৯ জন্মদিন।

হারুন অর রশিদ সাগর, নিজস্ব প্রতিনিধি:- সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার অদম্য ক্ষমতা সম্পন্ন সাহসী মানুষ কবি এম আর মনজু । একজন গানের মানুষ সুরের মানুষ তিনি । একাধারে কবি, গীতিকার, ছড়াকার ও সংগঠক । এম আর মনজুর পুরো নাম মাকসুদুর রহমান মনজু । জন্ম ১০ নভম্বর ১৯৫৬, তার পিতার কর্মস্থল নারায়ণগঞ্জের সোনারগাঁ । স্থায়ী নিবাস গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মৈশন গ্রামে। বড় বোন নাহার খন্দকারের দেখাদেখি ছোটবেলা থেকেই লেখালেখির সাথে যুক্ত হন । তার প্রথম লেখা প্রকাশ পায় ১৯৭৩ সালে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে প্রকাশিত কাকলি নামক ছড়া সংকলনে । এরপর থেকেই নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা ছড়া কবিতা প্রকাশ হতে থাকে । এছাড়া তার লেখা অসংখ্য গান বিভিন্ন শিল্পীদের কণ্ঠে প্রচার হয় বাংলাদেশ বেতার ও টেলিভিশনে । ১৯৯৩ সালে সর্বপ্রথম তার লেখা গান মানবজনমে আর হবে না বিশিষ্ট সুরকার আবু তাহের চিশতীর সুরে শিল্পী মিনা বড়ুয়ার কণ্ঠে রেকর্ড করে প্রচার করা হয় । সাম্য দর্শন এই গানের মানুষটি গান, কবিতা ও ছড়া রচনায় এ পর্যন্ত শতাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন । তার মধ্যে উল্লেখযোগ্য ভারতের কলকাতা থেকে পশ্চিমবঙ্গের অতন্দ্র সংগঠনের কবি গোবিন্দ হালদার স্মৃতি পদক-২০০৯, ভারতের চব্বিশ পরগনা থেকে আলো আভাষ সাহিত্য সম্মাননা, নেপালের ক্রিয়েটিভ রাইটার্স সম্মাননা এবং বাংলাদেশে বঙ্গবন্ধু স্মৃতি পদক , ভাসানি স্মৃতি পদক ও সরগম ললিত কলা একাডেমী সম্মাননা, মায়ের আঁচল সম্মাননা পদক এবং শুভজন গুণীজন সম্মাননা পদক সহ ভারত বাংলাদেশ থেকে আরও অনেক পুরস্কার ও সম্মাননা ভূষিত হয়েছেন তিনি । এম আর মনজুর বিভিন্ন সাহিত্য রচনার মধ্যে সময়ের কাছে নামক একটি কবিতার বই, হাউ কাউ , কড়রা কড়রা ছড়া , কাড়াকাড়ি , ও রোমান্টিক ছড়ার বই সন্ত্রাসী বউ এবং লক্ষ্মী বউ সহ ৭ টি ছড়ার বই এবং শিশুদের জন্য গল্পের বই ‘বাজারের ব্যাগ’সহ মোট ৯ টি গ্রন্থ প্রকাশিত হয়েছে । কবি ও ছড়াকার এম আর মনজু একসময় স্বনামধন্য পত্রিকা দৈনিক আজদের সাহিত্য সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন । একই পদে ছিলেন দৈনিক জনপদ ও দৈনিক সমাচার পত্রিকায় এবং দৈনিক সমাচারের শিশুদের পাতা ফুলকলিদের আসর এর পরিচালক ছিলেন তিনি ।তাছাড়া দৈনিক আজাদ পত্রিকার শিশুদের পাতা মুকুলের মাহফিল এর পরিচালক হিসাবে দীর্ঘদিন ।যেটির সর্বপ্রথম পরিচালক ছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন । বর্তমানে এম আর মনজু জাতীয় গীতিকবি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং এম আর মনজু সাংস্কৃতিক সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন । একই সাথে শুদ্ধ ধারার সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের সংগঠন শুভজনের সাংগঠনিক উপদেষ্টা এবং মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ এর উপদেষ্টা ও নির্বাচন কমিশনার। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার, ছড়াকার এম আর মনজু’র সাহিত্য ও গান রচনায় অনুপ্রেরনা যুগিয়েছেন তার মা মরহুমা রাবিয়া খাতুন , বাবা মরহুম সাহাবুদ্দিন এবং বড় বোন নাহার খন্দকার । আর বর্তমানে তাকে সার্বক্ষণিক সহযোগিতা করে চলছেন তার জীবন সঙ্গিনী মমতাজ রহমান। আজ ১০ নভেম্বর ছড়া ও ছন্দের মানুষ এম আর মনজু’র ৬৯তম জন্মদিনে মায়ের আঁচল পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে দোয়া করি সৃষ্টিকর্তা যেন তাকে আরও দীর্ঘ হায়াত দান করেন, এবং তার মাধ্যমে ছড়িয়ে যাক আরও আলো এই প্রত্যাশা নিরন্তর । তাঁর প্রতি রইলো অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা হারুন অর রশিদ সাগর প্রতিষ্ঠাতা ও সভাপতি মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category