“হাকিমপুর সার্কেল অফিস, হাকিমপুর থানা, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন।।
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
গত ২৪ জুলাই ২০২৫ ইং তারিখ দিনাজপুর জেলার হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের অফিস, হাকিমপুর থানা, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।
পুলিশ সুপার এসময় হাকিমপুর সার্কেল অফিসের বিভিন্ন নথিপত্র পর্যালোচনা ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন ও বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের সহ কারী পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ র অফিস পরিদর্শন শেষে পুলিশ সুপার মারুফাত হুসাইন হাকিমপুর থানায় কর্মরত অফিসার মোঃ নাজমুল হক ও থানার সকল ফোর্সদেরকে থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।