না ফেরার দেশে চলে গেলেন যুগের চিন্তার সাংবাদিক সুলতান
দৈনিক মায়ের আঁচল রিপোর্ট বিশেষ প্রতিনিধ, সাদ্দাম হোসেন শুভ :- দৈনিক যুগের চিন্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার ইউনিটির ক্রীড়া সম্পাদক মোঃ সুলতান হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৩২ বছর। বুধবার (২ অক্টোবর) বেলা ১২টায় ঢাকার হৃদরোগ হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে মা, ১ বোন, ১ ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন রেখে গেছে।
বাদ মাগরিব গলাচিপা আওয়াল চেয়ারম্যান বাড়ি সংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদে জানাজা শেষে মাসদাইর পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
সুলতানের অকাল মৃত্যুতে সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি জ্ঞাপন করেন।